সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ‘আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি’: ফারুকী
‘আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি’: ফারুকী
বিনোদন ডেস্ক
বাউল আবুল সরকারকে কেন্দ্র করে চলমান ঘটনাটিকে নিজের জন্য ‘সবচেয়ে অস্বস্তিকর’ বলে দাবি করেছেন সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আজ সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তিনি এ বিষয়ে দীর্ঘ একটি প্রতিক্রিয়া শেয়ার করেন নিজের ফেসবুক দেয়ালে।
যেখানে তাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করেছেন সমালোচকদের প্রতি!
বাউলশিল্পীদের ওপর হামলা ও গ্রেপ্তারের ঘটনায় সংস্কৃতি উপদেষ্টার ভূমিকা নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তাদের উদ্দেশে ফারুকী এই প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘আবুল সরকারকে পুলিশ গ্রেফতার করেছে এটা জানামাত্রই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করি। তখন সেখান থেকে আমাকে একটা ভিডিও ক্লিপ পাঠানো হয়। পরিস্থিতির উত্তাপ এবং ঝুঁকির দিকগুলো ব্যাখ্যা করা হয়। আমি বুঝতে পারি একটা সংকটের দিকে যাচ্ছে পুরা ব্যাপারটা। তাছাড়া যেকোনও ফৌজদারি অপরাধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আমি আমার পক্ষ থেকে যা যা করার বা বলার তা তা করছি এবং বলছি। এর বেশি এখানে লেখাও আমার পক্ষে সঙ্গত কারণে সম্ভব না।’
তবে বিষয়টি নিয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন।
সবাইকে ধৈর্য ও সংযমের অনুরোধ করেন ফারুকী। বলেন, ‘আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে সবাইকে ধৈর্য এবং সংযম প্রদর্শনের জন্য অনুরোধ করছি। ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতিই কেবল আমাদের দেশটাকে সুন্দর ভবিষ্যতের দিকে নিতে পারবে, অন্য কিছু কেবল ধ্বংসের দিকেই নিবে।’
যেকোনও ইস্যুতে কিছু ব্যক্তি অযৌক্তিকভাবে তার নাম জড়িয়ে সমালোচনা করে যাচ্ছেন বলেও অভিযোগ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।
নজির টেনে উপদেষ্টা লেখেন, ‘এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার কিছু ইন্টারেস্টিং প্যাটার্ন লক্ষ করছি। কোনও সমালোচনার লক্ষ্যবস্তুই স্বরাষ্ট্র মন্ত্রণালয় না—লক্ষ্য ফারুকী। এদের মাঝে কয়েকজনকে চিনি, যারা আমাদের কমন সার্কেলের আড্ডায় বলেছে, ফারুকীর মিনিস্ট্রি যেসব ডকুমেন্টারি বানাচ্ছে এটা তো দেশে ইনক্লুসিভ রাজনীতির জন্য ক্ষতিকর! অর্থাৎ বিচার, অপরাধ স্বীকার এবং অনুশোচনার আগেই উনারা যার প্রতি সফট তাকে গ্রাউন্ড তৈরি করতে দিতে হবে। অনুমান করি, সেই প্রসঙ্গে তৈরি হওয়া গাত্রদাহ আবুল সরকার উসিলায় এখন আমার ওপর ঢালছেন হয়তো।’
এমন সমালোচকদের উদ্দেশে ফারুকী তার বক্তব্য স্পষ্ট করেন। বলেন, ‘বিনীতভাবে বলতে চাই, এই কাজটা আমাকে করতেই হবে, কারণ শহীদেরা আমাকে এই কাজ করতেই পাঠিয়েছে। আই অ্যাম সরি টু মেক ইউ ফিল আনকমফোরটেবল। এবং সামনে আমাদের মন্ত্রণালয় আরও আনকমফোরটেবল কাজে হাত দেবে। ইতিহাস গায়েব করে অথবা এর নির্বাচিত অংশ পেশ করার মাধ্যমে বাংলাদেশকে ইনটেলেকচুয়াল কলোনি বানানোর যে প্রকল্প চলে আসছে বহু বছর, সেটাকে একদল তরুণ গবেষক যাচাই-বাছাই করে দেখার কাজে হাত দিয়েছে। ফলে আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি।’





৮০ দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ কাল
বাউল সাধক, ফকিরদের নিয়ে মহাসম্মেলনের ডাক ফরহাদ মজহারের
বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্র আর নেই
কেন হাসিনার আইনজীবী হলেন জেড আই খান পান্না
এনআইডি সংশোধন ও মাইগ্রেশন সাময়িক বন্ধ থাকবে: ইসি
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন প্রায় ২১ হাজার প্রবাসী
হাসিনার প্লট দুর্নীতির মামলায় রায় ঘোষণা ২৭ নভেম্বর
শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ
হাসপাতালে ভর্তি খালেদা জিয়া 