শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ন ১৪৩২
Swadeshvumi
সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ৮০ দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ কাল
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ৮০ দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ কাল
৫ বার পঠিত
সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৮০ দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ কাল

নিজস্ব প্রতিবেদক

---

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) ৮০টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এ তথ্য দিয়েছেন ইসির সিনিয়ির সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সংলাপে চার নির্বাচন কমিশনারসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের ৫ম তলায় কনফারেন্স হলে সংলাপটি দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২ পর্যন্ত ৪০টি সংস্থা এবং দ্বিতীয় পর্বে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত বাকি ৪০টি সংস্থার সঙ্গে আলোচনা হবে।

এর আগে, ১৪ সেপ্টেম্বর ইসি ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়। পরে ১৬টি নতুন সংস্থার নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করা হয়, যার মধ্যে ১৫টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছে। ফলে মোট ৮০টি সংস্থার সঙ্গে সংলাপ হবে। শুনানি শেষে আরও একটি সংস্থা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইসি সচিব আরও বলেন, বিদেশি পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে এখনো কোনো সংখ্যা বা সময় নির্ধারিত হয়নি। প্রবাসী পর্যবেক্ষকরাও নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিতে পারবেন। কমনওয়েলথ ইসির সহযোগিতার ধরণ জানতে চেয়েছে, তবে এ বিষয়ে অভ্যন্তরীণ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, সুশীল সমাজ, গণমাধ্যম ও রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীদারের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে কমিশন। ইসি পরিকল্পনা করেছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করা হবে।






আর্কাইভ