রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » নির্বাচনে জাপা ও বাম দলগুলোকে বাদ না দেয়ার সুপারিশ
নির্বাচনে জাপা ও বাম দলগুলোকে বাদ না দেয়ার সুপারিশ
নিজস্ব প্রতিবেদক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) ও বাম দলগুলোকে বাদ না দেওয়ার জোর সুপারিশ করেছেন কৃষক শ্রমিক জনতা দলের প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ রবিবার (১৬ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) রাজনৈতিক দলগেলোর সঙ্গে আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এ সুপারিশ করেন।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘গণভোটে অংশগ্রহণ ৭০-৮০ শতাংশে না পৌঁছালে পুরো নির্বাচনই সন্দেহের মুখে পড়বে।’ রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ সীমিত হলে নির্বাচনের গ্রহণযোগ্যতাও প্রশ্নের মুখে পড়বে বলে তিনি সতর্ক করেন। গণভোটের চার প্রশ্ন নিয়ে বিভ্রান্তি ও অংশগ্রহণ কম হওয়ার ঝুঁকি তুলে ধরে কাদের সিদ্দিকী বলেন, জনগণকে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে পারলে দেশে শান্তি ফিরবে। তিনবার মানুষ ভোট দিতে না পারায় আজ তারা অধিকার ফিরে পাওয়ার অপেক্ষায়—এমন মন্তব্যও করেন এই বঙ্গবীর।
কাদের সিদ্দিকী জানান, দেশে ৪০-৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল থাকলেও আলোচনায় সব পক্ষকে আমন্ত্রণ জানানো হয় না, যা গণতান্ত্রিক পরিসরের জন্য ক্ষতিকর। তিনি বলেন, সরকার পরিবর্তন হলেও স্বাধীনতা, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনা অটুট রয়েছে। ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য নাগরিককে গ্রেপ্তার করা ইতিহাসের কাছে অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।
ইসির সাংবিধানিক মর্যাদা তুলে ধরে কাদের সিদ্দিকী বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনই রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান। সরকারের দায়িত্ব কেবল কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা। কিন্তু অতীতে ইসি সরকারের ‘তন্ত্রী বহন করেছে’ বলেও তিনি তীব্র সমালোচনা করেন।
রাজনীতির বর্তমান সংকট প্রসঙ্গে তিনি বলেন, মিথ্যার বিরুদ্ধে তার ঘৃণা প্রবল। গত নির্বাচনে পরাজয়ের পরও প্রতিদ্বন্দ্বীর বিজয়ে তিনি খুশি হয়েছিলেন। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিকে তিনি ‘আল্লাহর গজব’ হিসেবে উল্লেখ করেন। আন্দোলনের নতুন নেতৃত্বের আচরণ তাকে উদ্বিগ্ন করলেও আন্দোলনে অংশ নেওয়া কাউকে শাস্তি দেওয়ার বিরোধিতা করেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সংলাপে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, সচিবালয়ের ঊর্ধ্বতস কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে দলগুলোর সহযোগিতা চাইলেন সিইসি
নির্বাচনি সংলাপের দ্বিতীয় দিন: ৬ দলের সঙ্গে ইসির বৈঠক
নির্বাচন-গণভোট একই দিন: প্রতিক্রিয়া জানাতে জামায়াতের সংবাদ সম্মেলন
আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক
ত্রয়োদশ সংসদ নির্বাচন: মাঠ প্রশাসনের বড় রদবদল
বিতর্কিত ৩ নির্বাচনের কারিগরদের তলব করেছে ইসি
সংসদ নির্বাচনে ভোটের মাঠে কী দেখা যাবে জাতীয় পার্টিকে!
ভোটার এলাকা পরিবর্তনের সময় ১০ নভেম্বর পর্যন্ত
আম জনতার দলের নিবন্ধনের বিষয়টি আলোচনায় তোলার আশ্বাস সিইসির 