রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার
অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধি
![]()
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজকের রোপণকৃত অর্ধশত বকুলগাছ কেটে ফেলার ঘটনায় মো. আজমির হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৬ নভেম্বর) এসব তথ্য জানান কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম।
এসময়, ‘গাছগুলো আবর্জনার মতো লাগে’ এমন মন্তব্য করে গাছ কাটার বিষয়টি স্বীকারও করেন ওই ব্যক্তি।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা জানান, শনিবার রাতে বেলতলী এলাকায় অভিযান চালিয়ে আজমিরকে গ্রেপ্তারের পর আজ (রোববার) তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার আজমিরের বাড়ি কুমিল্লার সাওড়াতলী গ্রামে। তিনি নগরীর বেলতলীতে উদ্বোধনের অপেক্ষায় থাকা ১০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতালের ফটকের পাশে চা–বিস্কুট বিক্রি করেন।
এর আগে বিভাজকের অর্ধশত বকুলগাছ কেটে ফেলে অভিযুক্ত আজমির। এ ঘটনায় গত বুধবার (১২ নভেম্বর) তিনি বলেন, গাছগুলো নাকি ‘আবর্জনার মতো লাগে’, ‘কোনো কাজে আসে না’, তাই তিনি এগুলো কেটে ফেলেছেন।
কেটে ফেলা বকুলগাছগুলো সওজের উদ্যোগে সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়েছিল। প্রতিটি বকুলগাছের বয়স ছিল ৯ বছরের বেশি। এ ঘটনায় থানায় মামলা করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
সওজের কার্যসহকারী রুহুল আমিন বলেন, শুধু হাসপাতালের সামনেই একসঙ্গে ১৭টি এবং আশপাশে আরও বেশ কয়েকটি গাছ কাটা হয়েছে।
সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, গাছ কাটার ঘটনাটি দুঃখজনক। যে সব স্থানে গাছগুলো কাটা হয়েছে, সেখানে নতুন করে গাছ রোপণ করা হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে রূপান্তর হওয়ার পর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি এক লেনের গাড়ির হেডলাইটের আলো যাতে অন্য লেনে না পড়ে, সে উদ্দেশ্যে বিভাজকে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ১৪৩ কিলোমিটারজুড়ে বকুল, কাঞ্চন, করবী, গন্ধরাজ, কদম, কৃষ্ণচূড়া, সোনালু, টগরসহ ৫০ হাজারের বেশি ফুলের গাছ রোপণ করা হয়েছিল। পাশাপাশি সড়কের পাশে জলপাই, অর্জুন, মেহগনি, শিশু, আকাশমণি, নিমসহ প্রায় ৪০ হাজার গাছ লাগানো হয়। বেলতলী অংশটি ছিল বকুলফুলগাছে সাজানো।





কমেছে ডিমের দাম, মাছ-মুরগির বাজার স্থিতিশীল
গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম : শফিকুল আলম
উত্তরায় অগ্নিকাণ্ডে মৃত্যের সংখ্যা বেড়ে ৬: গ্যাস লিকেজ থেকে সূত্রপাত ধারণা পুলিশের
ইরানের রাজধানীতে সরব নিরাপত্তা বাহিনী
২১ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি
পোস্টাল ব্যালট ও আচরণবিধি নিয়ে ইসির কাছে বিএনপির উদ্বেগ
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান
‘গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ’ অনুমোদন করেছে সরকার
কাল থেকেই খেলায় ফিরছে ক্রিকেটাররা
মারা গেছেন ‘সূর্যকন্যা’র অভিনেত্রী জয়শ্রী কবির 
