শনিবার ● ৮ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » সংসদে পাস হওয়ার আগে গণভোট সম্ভব নয়: আমির খসরু
সংসদে পাস হওয়ার আগে গণভোট সম্ভব নয়: আমির খসরু
নিজস্ব প্রতিবেদক
![]()
জাতীয় সংসদে পাস হওয়ার আগে গণভোট করা সম্ভব নয়- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শনিবার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ইন্টারকন্টিনেন্টালে ‘নির্বাচনি ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে দেড় বছরে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে।
সেমিনারে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণ স্থিতিশীলতা চায়, কথায় কথায় রাস্তায় নামলে সংঘর্ষের সৃষ্টি হবে। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দীর্ঘ আলোচনার পর যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে সেটি সম্মান করতে হবে। আলোচনা হতে হবে বাস্তবায়নের ক্ষেত্রেও। আর যেগুলোতে ঐকমত্য হয়নি তা জনগণ ঠিক করবে।
তিনি অভিযোগ করেন, কয়েকটি রাজনৈতিক দল জনগণের ভাগ্য নির্ধারণ করতে চায়।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচনের আগে ইশতেহার আসাটা গুরুত্বপূর্ণ নয়। নির্বাচনের আগে তৎপরতা থাকে ভোট নিয়ে। মানুষ ইশতেহার দেখে ভোট দেয়, আমার জানা নেই! বিএনপি দেড় বছরে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে।
আমির খসরু বলেন, গণতন্ত্রের মূল বিষয় আলোচনা অব্যাহত রাখতে হবে। জনগণের কথা সব সময় বলতে হবে। ৮ বছর আগে ভিশন ২০৩০ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। পরবর্তীকালে অনেক পরিবর্তন মাথায় রেখে ২৭ দফা এবং পরবর্তীকালে ৩১ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে বিএনপি। সরাসরি সাধারণ মানুষের প্রস্তাবনা নিয়ে এটি তৈরি করা হয়েছে।
সেমিনাওে আরও উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। রাজনৈতিক দলগুলো জুলাই সনদ নিয়ে সিদ্ধান্ত নিতে না পারলে সরকারের দায়িত্ব সিদ্ধান্ত নেয়া।





ভোটের মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ
ভোটের মাঠে ইসিকে সর্বাত্মক সহায়তা দেবো: আইজিপি
গুম ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনাসহ ১৭ জনের বিচার শুরুর আদেশ
বাবুবাজারে বহুতল ভবনে অগ্নিকাণ্ড
শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা যাত্রী ছাড়া অন্যদেও প্রবেশে নিষেধাজ্ঞা
প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: আরও ৯ জন গ্রেপ্তার
ফের ভারতীয় হাইকমিশনারকে তলব
ন্যাশনাল ব্যাংকের ৬৪৭ কোটি টাকা আত্মসাৎ: আসামি সিকদার পরিবারসহ ৩১
খুলনায় এনসিপি নেতাকে গুলি
২০টি স্পেশাল ট্রেন চলবে ২৫ ডিসেম্বর 
