শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২
Swadeshvumi
শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » বিতর্কিত ৩ নির্বাচনের কারিগরদের তলব করেছে ইসি
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » বিতর্কিত ৩ নির্বাচনের কারিগরদের তলব করেছে ইসি
৭৩ বার পঠিত
শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিতর্কিত ৩ নির্বাচনের কারিগরদের তলব করেছে ইসি

 ---

# চট্টগ্রামে শুনানির দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৭ ও ৮ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

 

নির্বাচন কমিশন (ইসি) ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভুয়া ভোটে দায়ী কর্মকর্তাদের তলব করেছে। কমিশন সূত্রে জানা গেছে, এই শুনানি ও তদন্তের মূল লক্ষ্য ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।

চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এই শুনানির দ্বিতীয় পর্ব। আগামী ৭ ও ৮ নভেম্বর চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য তাজরিয়ান আকরাম হোসেন ও ড. মো. আব্দুল আলীম শুনানি গ্রহণ করবেন। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আলাদাভাবে উপস্থিত হওয়ার চিঠি পাঠানো হয়েছে।

তদন্তে অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের নাম চিহ্নিত করা হয়েছে। ২০১৮ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, বর্তমানে অবসরপ্রাপ্ত। ২০২৪ সালের রিটার্নিং কর্মকর্তা ছিলেন তোফায়েল আহমেদ, তিনিও বর্তমানে অবসরপ্রাপ্ত। সহকারি রিটার্নিং কর্মকর্তারা বরিশাল ও কুমিল্লার বিভিন্ন প্রশাসনিক পদে কর্মরত।

চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ জানিয়েছেন, ‘ইসি’র নির্দেশনা অনুযায়ী শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের তলব ও শুনানি আয়োজন করা হয়েছে। বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনের জন্য এই তদন্তের ফলাফলের ভিত্তিতে সুপারিশ তৈরি হবে।’

নির্বাচন কমিশন সূত্র জানায়, এসব শুনানি প্রতিটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। তদন্তের মাধ্যমে খুঁজে বের করা হবে কোন পর্যায় থেকে দিকনির্দেশনা দেওয়া হয়েছিল, কর্মকর্তারা কি শুধুই চাকরির ভয়ে নীতি লঙ্ঘন করেছেন, নাকি ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। এছাড়া সংশ্লিষ্ট সরকারের শীর্ষ ব্যক্তিদের আইনের আওতায় আনার সুপারিশও করা হবে। ভবিষ্যতে যাতে আর কোনো সরকার ভুয়া ভোটের আয়োজন করতে না পারে, সেই লক্ষ্য নিয়েই কমিশন সুস্পষ্ট প্রস্তাবনা প্রস্তুত করছে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, মূলত এমন শুনানি প্রতিটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। যার মূল লক্ষ্য তিনটি ভুয়া ভোটের আদ্যপান্ত খুঁজে বের করে এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করা। একই সঙ্গে সরকারের কোন পর্যায় থেকে দিক নির্দেশনা এসেছিল। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা কী শুধুই চাকরির ভয়ে জনগণের ভোটাধিকার হরণ করেছিলেন নাকি তারাও ব্যক্তিগতভাবে লাভবান হয়েছিলেন এই বিষয়টি খুঁজে বের করবে কমিশন। 

 

# ইসির তলব/এলিস



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান
ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ
ভোটের আগে ভয় কেটে যাবে: সিইসি ভোটের আগে ভয় কেটে যাবে: সিইসি
সরকারের দুর্বলতার কারণেই ‘মবতন্ত্র’ প্রশ্রয় পেয়েছে: সালাহউদ্দিন আহমদ সরকারের দুর্বলতার কারণেই ‘মবতন্ত্র’ প্রশ্রয় পেয়েছে: সালাহউদ্দিন আহমদ
চোরাগোপ্তা হামলা প্রতিরোধে সতর্ক থাকতে ইসির নির্দেশ চোরাগোপ্তা হামলা প্রতিরোধে সতর্ক থাকতে ইসির নির্দেশ
জাতীয় নির্বাচনে দেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়লো ২৯ ডিসেম্বর পর্যন্ত জাতীয় নির্বাচনে দেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়লো ২৯ ডিসেম্বর পর্যন্ত
তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছে ইসি তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছে ইসি
গুপ্ত হামলার আতঙ্কে প্রার্থী ও ইসির কর্মকর্তারা গুপ্ত হামলার আতঙ্কে প্রার্থী ও ইসির কর্মকর্তারা
জাতীয় নির্বাচন: ইসির কাছে নিরাপত্তা চাইলেন দুই প্রার্থী জাতীয় নির্বাচন: ইসির কাছে নিরাপত্তা চাইলেন দুই প্রার্থী
প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইসি সচিব প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইসি সচিব

আর্কাইভ