বুধবার ● ৫ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » আম জনতার দলের নিবন্ধনের বিষয়টি আলোচনায় তোলার আশ্বাস সিইসির
আম জনতার দলের নিবন্ধনের বিষয়টি আলোচনায় তোলার আশ্বাস সিইসির
নিজস্ব প্রতিবেদক
![]()
আম জনতার দলকে নিবন্ধন না দেওয়ায় বিষয়টি ইসির বৈঠকে আলোচনায় আনার আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
আজ বুধবার (৫ নভেম্বর) নির্বাচন ভবনের সাংবাদিকদের এই তথ্য জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এর আগে তিনি তারেকের অনশনের প্রতি সংহতি জানাতে নির্বাচন কমিশনে (ইসি) আসেন। ইসি কেন তারেকের সঙ্গে সাক্ষাৎ করবেন না, তা জানতে সিইসির সঙ্গে কথা বলবেন বলে জানান।
দুপুরে সিইসির সঙ্গে সাক্ষাতের পর রাশেদ খান বলেন, একটি দল নিবন্ধন না পেয়ে ইসি ভবনের ফটকে আন্দোলন করছে, এমন অনেক দল নিবন্ধন পায়নি। এ বিষয়ে সিইসির কাছে অনুরোধ করেছি- সামনে নির্বাচন, এ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ গ্রহণ করুন। সিইসি বলেছেন-‘আমি কমিশনের পরবর্তী বৈঠকে তুলবো এবং এ বিষয়ে আলোচনা করা হবে।’
বৈঠকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ভোটের বাইরে রাখতে সিইসিকে আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলকে নির্বাচনে অংশ নিতে সুযোগ দিলে আগামী জাতীয় নির্বাচন বানচাল করে দেবে। ভোটকেন্দ্রে মারামারি ও কেন্দ্রে সংঘর্ষে লিপ্ত হবে। তারা নির্বাচন বানচাল করবে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার তিন দলকে (এনসিপি, বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী) নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত জানায় ইসি। এতে নিবন্ধনের দৌড়ে ছিটকে পড়ে তারেকের আম জনতার দল। এরপর গতকাল বিকেল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূলক ফটকে অনশনে বসে যান তিনি।





ভোটার এলাকা পরিবর্তনের সময় ১০ নভেম্বর পর্যন্ত
নিবন্ধন না পেয়ে আজও অনশনে আম জনতা
এনসিপিসহ ৩ দলের বিরুদ্ধে ইসির আপত্তি
জোট প্রার্থীর নিজ দলের প্রতীকে ভোট বাধ্যতামূলকসহ একগুচ্ছ সংশোধনী
নির্বাচনে সমভোট পেলে হবে পুনঃভোট
জোটেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে: আইনমন্ত্রনালয়
আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন প্রবাসী বাংলাদেশিরা
আসামিরাও এবার ভোট দিতে পারবেন: সিইসি
জোটের ভোটে প্রতীক নিয়ে বিতর্কে বিএনপি-জামায়াত 