শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
Swadeshvumi
সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
প্রচ্ছদ » জাতীয় » ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
৫ বার পঠিত
সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

---

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকালে মদনপুরের লারিজ ফ্যাশনস গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম রিনা (৩০)। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলাল মিয়ার মেয়ে।

সহকর্মী শ্রমিকরা জানান, রোববার রাতে কারখানায় কাজের সময় রিনা অসুস্থ হয়ে পড়েন। তিনি ছুটি চাইলে কর্তৃপক্ষ তা মঞ্জুর না করে কাজ চালিয়ে যেতে বলেন। কিছুক্ষণ পর তিনি মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে স্থানীয় ঈশা খাঁ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়।

তারা আরও জানায়, রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালে লারিজ ফ্যাশনসের শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মহাসড়কে নেমে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, লারিজ ফ্যাশনসের এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় সহকর্মীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছেন। শ্রমিকদের শান্ত করতে ও যানচলাচল স্বাভাবিক করতে পুলিশ মাঠে কাজ করছে।






আর্কাইভ