সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » খেলাধুলা » বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হলেন রুবাবা
বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হলেন রুবাবা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব নিচ্ছেন খ্যাতনামা করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। বিষয়টি সম্প্রতি নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
বর্তমানে রুবাবা দৌলা ওরাকল বাংলাদেশের পাশাপাশি নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গ্রামীণফোন ও এয়ারটেল বাংলাদেশে গুরুত্বপূর্ণ নির্বাহী পদে কাজ করেছেন তিনি।
করপোরেট দুনিয়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন তিনি। পাশাপাশি স্পেশাল অলিম্পিক্স বাংলাদেশের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এর আগে, গত ৬ অক্টোবর রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের পর এনএসসি দুজন পরিচালক মনোনয়ন দিয়েছিল। একজন হচ্ছেন- ইসফাক আহসান, আরেকজন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তবে মনোনয়নের পরপরই ইসফাককে নিয়ে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে বিতর্কের সৃষ্টি হয়।
প্রথমে খবর ছড়ায় যে, এনএসসি তাকে অপসারণ করেছে। পরে সোমবার পরিষদ জানায়, ইসফাক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং তার জায়গায় রুবাবা দৌলাকে মনোনীত করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে ২০০৭ সালে মনোয়ারা আনিস মিনু এই পদে ছিলেন। এনএসসি মনোনীত নতুন পরিচালক হিসেবে আজকের বোর্ড সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।





টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পার্লামেন্ট অফিসার্স ক্লাব ইনডোর গেমস-২০২৪ এর উদ্বোধন
ভারতকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ
এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব
শেষ হলো বিজেসি’ প্রথম আন্তঃটেলিভিশন ফুটবল টুর্নামেন্ট
বিজেসি ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্ট শুরু
ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্ট ঘোষণা করেছে বিজেসি
মেসির প্যারিস ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা পিএসজির
শিরোপা জয়ের আনন্দে বাংলার নারী ফুটবলাররা 