শিরোনাম:
ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২
Swadeshvumi
বুধবার ● ২২ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা
২ বার পঠিত
বুধবার ● ২২ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা

নিজস্ব প্রতিবেদক

জুলাই জাতীয় সনদ, ২০২৫ ---বাস্তবায়নের উপায় পদ্ধতি সম্পর্কিত সুপারিশ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পুনরায় সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বুধবার জাতীয় সংসদের কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম মতিন ব্যারিস্টার ইমরান সিদ্দিক।

বিশেষজ্ঞদের মধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট . শরিফ ভূইয়া ভার্চ্যুয়ালি অংশ নেন।

সভায় সনদ বাস্তবায়নের বিভিন্ন সুপারিশ নিয়ে পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিশেষজ্ঞদের কাছ থেকে প্রাপ্ত পরামর্শ নিয়েও আলোচনা হয়।

এসব বিষয়ে কমিশন আগামীকাল সকালে নিজেদের মধ্যে বৈঠক করে আবারো দুপুর ২টায় বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসবে কমিশন।

আলোচনায় কমিশনের পক্ষে অংশ নেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য . বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, . ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, . মোহাম্মদ আইয়ুব মিয়া।

ছাড়া জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও এসময় উপস্থিত ছিলেন।

 






আর্কাইভ