বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » পরিবেশ-প্রকৃতি » ঢাকার বাতাসে আজ দূষণ কম
ঢাকার বাতাসে আজ দূষণ কম
ডেস্ক প্রতিবেদন
![]()
ঢাকার বাতাসে আজ দূষণ কম। বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তালিকায় ২৯তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ৭৩।
এদিকে, বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে মিসরের কায়রো। বায়ুমান সূচকে শহরটির স্কোর ১৯৩।
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা, স্কোর ১৭৭। তৃতীয় অবস্থানে থাকা লাহোরের স্কোর ১৭৬। চতুর্থ স্থানে থাকা মানামার স্কোর ১৬৩। পঞ্চম স্থানে থাকা দোহার স্কোর ১৫৬।
উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।





ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
দেশের বিভিন্নস্থানে ভূমিকম্পে নিহত ৩: ৭টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোন্থা’
শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া
বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়
আরো দুইদিন বৃষ্টির সম্ভাবনা 