বুধবার ● ১ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » পরিবেশ-প্রকৃতি » ঢাকায় সর্বোচ্চ ২০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড
ঢাকায় সর্বোচ্চ ২০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড
নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ বুধবার (১ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ২৪ ঘণ্টায় এটি সারাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত। এছাড়া চলতি বর্ষা মৌসুমে ঢাকায় এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জানা যায়, এই মৌসুমে ঢাকায় একদিনে এতো বৃষ্টি আর হয়নি। এছাড়া চলতি মৌসুমে একদিন সর্বোচ্চ ৪৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে।
এদিকে, সাগরে সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে আবহাওয়াবিদরা গণমাধ্যমকে জানান, মূলত সক্রিয় মৌসুমি বায়ু আর সাগরে লঘুচাপের ফলে এই বৃষ্টি হয়েছে। এছাড়া বর্ষা বিদায় নেওয়ার সময় হয়েছে, তাই হঠাৎ এই বৃষ্টিপাত।





ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
দেশের বিভিন্নস্থানে ভূমিকম্পে নিহত ৩: ৭টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোন্থা’
শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া
বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়
ঢাকার বাতাসে আজ দূষণ কম
আরো দুইদিন বৃষ্টির সম্ভাবনা 