শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ন ১৪৩২
Swadeshvumi
মঙ্গলবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
৮১ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

---

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন নিশ্চিত করার জন্য অন্তর্র্বতীকালীন সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর-এর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। দেশ পুরোপুরি প্রস্তুত রয়েছে।

বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের এ প্রচেষ্টায় সহায়তা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন।

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে বিভ্রান্তিকর তথ্যের বিস্তার-সহ বিস্তৃত দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা কামনা করেন। জবাবে মার্কিন কর্মকর্তারা রোহিঙ্গাদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্র্বতীকালীন সরকার সার্ককে পুনরুজ্জীবিত করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে, যা এক দশকেরও বেশি সময় ধরে শীর্ষ সম্মেলন আয়োজন করতে পারেনি।

তিনি আরও জানান, বাংলাদেশ আসিয়ানে যোগদানে আগ্রহী। দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে সংযুক্তি বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া, নেপাল, ভুটান এবং ভারতের সাত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা বাড়াতে পারলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও দ্রুত হবে।

বৈঠকের শেষে অধ্যাপক ইউনূস সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।






ইসি ও নির্বাচন এর আরও খবর

চালু হলো ইসির ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালু হলো ইসির ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ
স্বচ্ছ নির্বাচনে রিপোর্টারদের দক্ষতা বাড়াতে এমআরডিআই-আরএফইডি’র মধ্যে চুক্তি সই স্বচ্ছ নির্বাচনে রিপোর্টারদের দক্ষতা বাড়াতে এমআরডিআই-আরএফইডি’র মধ্যে চুক্তি সই
সংসদ নির্বাচনে এবার ভোট দিতে পারবে ১২ কোটি ৭৭ লাখ সংসদ নির্বাচনে এবার ভোট দিতে পারবে ১২ কোটি ৭৭ লাখ
জাতীয় নির্বাচন: বিদেশে বসেই ভোট দেবেন প্রবাসীরা জাতীয় নির্বাচন: বিদেশে বসেই ভোট দেবেন প্রবাসীরা
ইসির ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের উদ্বোধন কাল ইসির ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের উদ্বোধন কাল
সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ, না করলে ইন্নালিল্লাহ: ইসি তাহমিদা সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ, না করলে ইন্নালিল্লাহ: ইসি তাহমিদা
বুধবার ইসির সংলাপে বসবে বিএনপি ও জামায়াত বুধবার ইসির সংলাপে বসবে বিএনপি ও জামায়াত
চ্যালেঞ্জ মোকাবিলা করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুন্দর দেশ গড়তে চাই: সিইসি চ্যালেঞ্জ মোকাবিলা করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুন্দর দেশ গড়তে চাই: সিইসি
নির্বাচনে জাপা ও বাম দলগুলোকে বাদ না দেয়ার সুপারিশ নির্বাচনে জাপা ও বাম দলগুলোকে বাদ না দেয়ার সুপারিশ
সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে দলগুলোর সহযোগিতা চাইলেন সিইসি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে দলগুলোর সহযোগিতা চাইলেন সিইসি

আর্কাইভ