
বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » কুড়িলে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কুড়িলে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কুড়িলে বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের কয়েকশ শ্রমিক। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তারা সড়ক অবরোধ করেন। ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, বাড্ডার কুড়িলে কিছুক্ষণ আগে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০/৬০০ কর্মী পুনরায় বেতন-ভাতার দাবিতে ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না। পাশাপাশি এয়ারপোর্ট রোডে ঢাকা উত্তরা-ময়মনসিংহ হাইওয়ের ইনকামিং এবং আউটগোয়িং উভয় দিকে রাস্তা প্রায় ২০০ কর্মীরা বন্ধ করে দিয়েছে।
এ বিষয়ে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের সরকারি পুলিশ কমিশনার (এসি) মো. সোহেল রানা বলেন, শ্রমিকদের গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে বেতন-ভাতা নিয়ে একটি ঝামেলা চলছিল। গতকাল বুধবার শ্রমিকদের পাওনা বেতন ভাতা দিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ তা দিতে পারেনি। তার জন্যই আজ কিছু শ্রমিক কুড়িলের দুই পাশের রাস্তা অবরোধ করেছে এবং বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রোডও অবরোধ করে রেখেছে। শ্রমিকদের অবরোধের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক করা যাচ্ছে না।