
মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » গকসু নির্বাচন: প্রথম দিনে ১৩টি মনোনয়নপত্র বিতরণ
গকসু নির্বাচন: প্রথম দিনে ১৩টি মনোনয়নপত্র বিতরণ
গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে বিভিন্ন পদে ১৩ জন ফরম সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) প্রথমদিনের মনোনয়ন বিতরণ শেষে রিটার্নিং অফিসারের কার্যালয়ে তথ্যটি নিশ্চিত করেন প্রধান রিটার্নিং অফিসার সহকারী অধ্যাপক অফিসার মো. আবু রায়হান।
তিনি জানান, ১১ পদের বিপরীতে ১৩টি মনোনয়ন বিতরণ হয়েছে। যেখানে সহসভাপতি পদে ৩টি, সাধারণ সম্পাদক পদে ১টি, সহ-সাধারণ সম্পাদক পদে ২টি, কোষাধ্যক্ষ পদে ১টি, ক্রীড়া সম্পাদক পদে ১টি, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ১ টি, সহ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ১টি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ২টি, সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে ১টি মনোনয়ন বিতরণ হয়েছে।
তবে সহ-ক্রীড়া, দপ্তর সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য (অনুষদ প্রতিনিধি) পদগুলোতে এখনো কেউ মনোনয়ন সংগ্রহ করেনি। আগামী ২৮ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা।