শুক্রবার ● ১৬ জুন ২০২৩
প্রচ্ছদ » রাজধানী » শারীরিক শিক্ষা কলেজ এলামনাই এসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী
শারীরিক শিক্ষা কলেজ এলামনাই এসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী
![]()
নিজস্ব প্রতিবেদক
প্রথম পুনর্মিলনী করেছে দেশের সর্ববৃহৎ ক্রীড়াশিক্ষক তৈরির প্রতিষ্ঠান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ এলামনাই এসোসিয়েশন। কলেজ মাঠ প্রাঙ্গণে ১৬ জুন শুক্রবার দিনব্যাপী এই অনুষ্ঠানে যোগ দেন ১৯৬৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটিতে অধ্যয়নকারী ক্রীড়াবিদরা।
সকালে কলেজ প্রাঙ্গণে আনন্দ র্যালির মাধ্যমে শুরু হয় পুনর্মিলনীর আয়োজন। পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া পরিষদের পরিচালক (যুগ্ম সচিব) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী। উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসয়িশেনের আহবায়ক এবং সাবেক অধ্যক্ষ তারেক ইকবাল খান মজলিশ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব পারভীন লায়লা।
![]()
এছাড়া অনুষ্ঠানে অত্র কলেজের আটজন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ, দেশের বিভিন্ন ফেডারেশনের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, দেশের শীর্ষস্থানীয় স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুলের ডিন, সহযোগী অধ্যাপক, সহকারি অধ্যাপক, প্রভাষক, পিটিআই ইন্সট্রাক্টর, ক্রীড়া শিক্ষক, জেলা ক্রীড়া অফিসারসহ দেশেবরেণ্য ক্রীড়া কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কলেজের বর্তমান প্রভাষক রুবেল খান ও পল্লবী দে’র নেতৃত্বে প্রথম পুনর্মিলনীর অনুষ্ঠানটি সফল করতে সরকারি শারীরিক শিক্ষা কলেজের সাবেক শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করেন বিপিএড কলেজের ২০২২তম ব্যাচের শিক্ষার্থীরা।
বিষয়: #শারীরিক শিক্ষা কলেজ এলামনাই এসোসিয়েশনের প্রথম পুনর্মিলন





মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক
জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর ঢাকা
বাজারে ভরপুর সবজিতেও কমছে না দাম, চওড়া মাছের বাজারও
রাজধানীর কুড়িলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেলের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১
সংসদে পাস হওয়ার আগে গণভোট সম্ভব নয়: আমির খসরু
ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক মাহমুদুল হাসান
সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের যমুনায় পদযাত্রা, শাহবাগে পুলিশি বাধা
অনুষ্ঠিত হয়ে গেলো ডয়েন্স অব পিস ভিডিও প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী
চিনচেনা ঢাকার রাস্তা ফাঁকা 
