শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ন ১৪৩২
Swadeshvumi
বৃহস্পতিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » নির্বাচনকালীন সরকার নিয়ে বড় দু’দলের অনঢ় অবস্থান দেশের জন্য বিপজ্জনক: সিইসি
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » নির্বাচনকালীন সরকার নিয়ে বড় দু’দলের অনঢ় অবস্থান দেশের জন্য বিপজ্জনক: সিইসি
৩৮০ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচনকালীন সরকার নিয়ে বড় দু’দলের অনঢ় অবস্থান দেশের জন্য বিপজ্জনক: সিইসি

---

* বড় কোন দল নির্বাচনে না এলে প্রভাব ফলাফলে পড়বে 

* কয়েক মাসের মধ্যে দলগুলোর মধ্যে রাজনৈতিক সমঝোতার আশাবাদ

বিশেষ প্রতিনিধি

নির্বাচনকালীন সরকার নিয়ে বড় দুই দলের অনঢ় অবস্থান দেশের জন্য বিপদজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গতকাল বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে বিদেশি প্রতিনিধিদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

সিইসি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় দুই রাজনৈতিক দলের মধ্যে একটি যদি নির্বাচনে অংশগ্রহণ না করলে এর প্রভাব নির্বাচনের ফলাফলের ওপর পড়বে; ফলাফল নিয়ে নানা ধরনের ঝুঁকি তৈরি হবে। তাই সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনতে তাদের আরো দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন প্রধান নির্বাচন কমিশনার। সিইসি বলেন, ‘আশা করি আগামী কয়েক মাসে হয়তো দেখবো একটা রাজনৈতিক সমঝোতা হয়েছে এবং সব দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে। আমাদের বিভিন্ন দল থেকে বলা হয়েছে, তারাও বিশ্বাস করেন একটি সমাঝোতা হবে। আমরাও আশাবাদী। আমরা আগামী নির্বাচনটা চাই অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে। ফলপ্রসূভাবে নির্বাচনটি অনুষ্ঠিত হবে।’

সমঝোতা ছাড়া নির্বাচনের ঝুঁকির প্রসঙ্গে সিইসি আরও বলেন, যেমন নির্বাচন মানা হলো না, একটি ল অ্যান্ড অর্ডার সিসুয়েশন ক্রিয়েট করে ফেলা হলো। মানুষ বিপদগ্রস্ত হলো। আইনশৃঙ্খলা নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলো। আমি সেটাই বলছি। আমরা চাই না এ ধরনের পরিস্থিতি। সেজন্য আমরা বলবো, প্রধানতম দল- সরকারে অধিষ্ঠিত দলের প্রতিও আমার আহ্বান থাকবে আপনারাও আন্তরিকভাবে চেষ্টা করে যান বিরোধী দলগুলোকে সঙ্গে নিতে। তারাও যেন নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনটাকে যেন অবিতর্কিতভাবে তুলে আনতে পারি। পুরো জাতির কাছে এই নির্বাচনটাকে যেন একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে প্রতিষ্ঠিত হয়। দেশে ও বিদেশে সেই স্বীকৃতি লাভ করতে পারি।

---

নির্বাচন কমিশন আগামী নির্বাচনটি দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলেও অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হয়েছে এমনটি দেখাতে চায় উল্লেখ করে হাবিবুল আউয়াল বলেন, তবে কিছু চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। বিভিন্ন পক্ষ-বিপক্ষ মূল যে বিভক্তিটা- ‘নির্বাচন সংবিধান অনুযায়ী হবে’ নাকি ‘নির্বাচন তত্ত্বাবধায়কের আমলে হবে’। সেটার নিরসন কিন্তু এখনও হয়নি। এই প্রশ্নে কিন্তু দুটি দল এখনও অনঢ় অবস্থানে আছে।

সিইসি বলেন, ‘আমাদের সীমাবদ্ধতাটা বলতে চাই। আমরা নির্বাচন করবো সংবিধানের বিধান অনুযায়ী। যেটা বর্তমানে বহাল আছে। সেভাবে আমাদের নির্বাচন করতে হবে। একইভাবে আমাদের প্রত্যাশা থাকবে সব রাজনৈতিক দল-প্রধানতম রাজনৈতিক দলগুলো যেন অতি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করে। কারণ নির্বাচনে এবং নির্বাচনের ভোটকেন্দ্রগুলোতে ইফেকটিভ প্রতিদ্বন্দ্বিতা না হলে প্রত্যাশিত ভারসাম্য সৃষ্টি হবে না।’

ইলেকশন ওয়ার্কিং গ্রুপের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটা ছিল একাডেমিক ডিসকাশন। উনারা আমাদের কোনও পরামর্শ দেননি। আমরাও কিছু দেইনি। গণতন্ত্রের চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতাগুলো আলোচিত হয়েছে। আমরা বলেছি সহযোগিতাটা যেন অব্যাহত থাকে। নির্বাচনকে আরও বেশি সহজ-সরল ও গণমুখী কীভাবে করা যায় সেটা নিয়ে সার্কভুক্ত দেশে যদি গবেষণা হয়, একটি সমঝোতা যদি হয়- সেটাও আন্তর্জাতিকভাবে মেনে চলার একটি বাধ্যবাধকতার সৃষ্টি করে।’

নির্বাচনি ব্যয় নিয়ে প্রতিনিধিরা আলোচনা করেছেন উল্লেখ করে সিইসি বলেন, উনারা বলেছেন নির্বাচনে যে অর্থ ব্যয় করতে হয় সেটা সাধারণ গরিব মানুষের পক্ষে ব্যয় করা সম্ভব হয় না। এই অর্থব্যয়কে আরও লিমিটেড করে এটাকে যদি আরও গণতান্ত্রিক করা যেতে পারবো? এটা খুবই কঠিন ও জটিল। উনারা স্বীকার করেছেন। আমরাও স্বীকার করেছি। এটা হয়তো ইনহ্যারেন্ট (সহজাত) একটি সীমাবদ্ধতা।

---

কাজী হাবিবুল আউয়াল বলেন, উনারা আমাদের দেশে নির্বাচন কেমন হয় তা জানতে চেয়েছেন। তারা আশা করেছেন আমাদের আগামী নির্বাচনটা যেন সুন্দরভাবে হয়। জানতে চেয়েছেন পর্যবেক্ষককে আমরা স্বাগত জানাই কি না? আমরা বলেছি পর্যবেক্ষকের বিষয়ে আমরা খুবই উন্মুক্ত। আমরা স্বচ্ছতা চাচ্ছি। আর স্বচ্ছতার জন্য অবশ্যই গণমাধ্যম লাগবে। পর্যবেক্ষক লাগবে। মিডিয়া ও পর্যবেক্ষকরা বস্তুনিষ্ঠভাবে রিপোর্ট করতে পারলে তাহলে অনেক বেশি স্বচ্ছতা নিশ্চিত হতে পারে।

এর আগে ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে বিদেশি প্রতিনিধিদের একটি দল আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলীর নেতৃত্বে প্রতিনিধি ওই দলে ছিলেন- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল, মালয়েশিয়া থেকে ইউনাইটেড ন্যাশন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মেরিয়েট্টা এরগুইডো রেফরমাডো, জার্মান থেকে জিবিপি ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর ভলকার ইউ. ফ্রেডরিচ, ভুটান থেকে গ্লোবাল ভিলেজ কানেকশনের চেয়ারম্যান জেকশন দুকপা, ভারত থেকে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি মিসেস স্বপ্না সাহা।



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

তফসিলের খসড়া মিয়ে প্রধান উপদেষ্টার কাছে  ইসির কমিশন তফসিলের খসড়া মিয়ে প্রধান উপদেষ্টার কাছে ইসির কমিশন
চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা
জাতীয় নির্বাচন ও গণভোট: আজই চূড়ান্ত হতে পারে ইসির তফসিলের খসড়া জাতীয় নির্বাচন ও গণভোট: আজই চূড়ান্ত হতে পারে ইসির তফসিলের খসড়া
তফসিল ঘোষণার দিন-ক্ষণ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব তফসিল ঘোষণার দিন-ক্ষণ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব
১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইসির ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইসির
যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণায় আপত্তি নেই বিএনপির যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণায় আপত্তি নেই বিএনপির
একসঙ্গে দুই ভোটের তফসিল একসঙ্গে দুই ভোটের তফসিল
স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমকর্মীদের অবাধ বিচরণ নিশ্চিত করা হবে: ইসি সানাউল্লাহ স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমকর্মীদের অবাধ বিচরণ নিশ্চিত করা হবে: ইসি সানাউল্লাহ
চলছে দুই ভোটের প্রস্তুতি: ভোটগ্রহণ ৯ ঘণ্টা, শিগগিরই চূড়ান্ত তফসিল ঘোষণা চলছে দুই ভোটের প্রস্তুতি: ভোটগ্রহণ ৯ ঘণ্টা, শিগগিরই চূড়ান্ত তফসিল ঘোষণা
দ্রুত নির্বাচন কমিশন সার্ভিস বাস্তবায়নের দাবিতে উপজেলা কর্মকর্তাদের ক্ষোভ দ্রুত নির্বাচন কমিশন সার্ভিস বাস্তবায়নের দাবিতে উপজেলা কর্মকর্তাদের ক্ষোভ

আর্কাইভ