শিরোনাম:
ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
Swadeshvumi
বুধবার ● ১৮ জানুয়ারী ২০২৩
প্রচ্ছদ » আন্তর্জাতিক » টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
প্রচ্ছদ » আন্তর্জাতিক » টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
৫৬৯ বার পঠিত
বুধবার ● ১৮ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

---
নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

স্বদেশভূমি ডেস্ক

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার পর যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। আগে ব্যাট করে বাংলাদেশকে ১০৪ রানের লক্ষ্য দেয় যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্য ১৫ বল আগেই ৫ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলেছে দিশা বিশ্বাসের দল।

তবে বেনোনির উইলোমুর পার্ক স্টেডিয়ামে ১০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি। ২১ রানের মধ্যে দুই ওপেনার আফিয়া প্রত্যাশা (৭) ও সুমাইয়া আক্তার (১০) সাজঘরে ফিরে যান। এরপর দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার মিলে ৩৮ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দিয়েছেন। লঙ্কানদের বিপক্ষে ঝড়ো ব্যাটিং করা স্বর্ণা ১৪ বলে ২২ রানের ইনিংস খেলে আউট হলে ভাঙে এই জুটি। সঙ্গীকে হারিয়ে ৫ রানের মধ্যে দিলারা আক্তারও সাজঘরে ফেরেন। ১৫ বলে ১৭ রান করেন এই ব্যাটার।

এরপর রাবেয়া খান ও অধিনায়ক দিশা বিশ্বাসের মধ্যে ২২ রানের কার্যকরী একটি জুটি জয়ের পথটা সহজ করেছে। দিশা ১৭ বলে ১০ রান করে আউট হলে বাকি পথটুকু অনায়াসেই পার করে দেন রাবেয়া ও মিষ্টি সাহা। রাবেয়া ২৪ বলে ১৮ এবং মিষ্টি সাহা ১৩ বলে ১৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। যুক্তরাষ্ট্র বোলারদের মধ্যে অদিতিবা চোদাসামা ১৫ রানে খরচ করে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে যুক্তরাষ্ট্র চতুর্থ ওভারেই হারায় ওপেনার লাস্য মুল্লাপুদির (৫) উইকেট। দ্বিতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়েন দিশা ধিংড়া ও স্নিগ্ধা পল। দিশা ৩৯ বলে ২০ রান করে রানআউট হওয়ার পরের বলে সাজঘরে ফেরেন স্নিগ্ধাও। ৩৭ বলে দলের সর্বোচ্চ ২৬ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। এরপর ইসানি ভাঘেলার ১৭ বলে ১৭ এবং গীতিকা কোদালির ১৬ বলে ১৬ রানে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০৩ রান জমা করে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের বোলারদের মধ্যে দিশা ১৬ রানে নেন দুটি উইকেট। ১৭ রানে একটি উইকেট নেন মারুফা বিশ্বাস।



বিষয়: #



আর্কাইভ