
বুধবার ● ১৬ নভেম্বর ২০২২
প্রচ্ছদ » খেলাধুলা » জাতীয় প্রেসক্লাবে শুরু হয়েছে শীতকালীন ব্যাডমিন্টন খেলা
জাতীয় প্রেসক্লাবে শুরু হয়েছে শীতকালীন ব্যাডমিন্টন খেলা
নিজস্ব প্রতিবেদক
ঢাকার জাতীয় প্রেসক্লাবে শুরু হয়েছে শীতকালীন ব্যাডমিন্টন খেলা। ক্লাবের প্লে-গ্রাউন্ড মাঠে গতকাল মঙ্গলবার ত্রৈমাসিক এই খেলার উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
এসময় তিনি বলেন, ‘তথ্য সংগ্রহের কাজে সাংবাদিকদের দিনভর প্রচুর পরিশ্রম করতে হয়। ব্যস্ততার মাঝেও সুস্থ থাকাটা তাদের জন্য অতি জরুরি। নিয়মিত খেলাধুলার মাধ্যমেই একজন মানুষ পরিপূর্ণ সুস্থ থাকতে পারে- জাতীয় প্রেসক্লাব সবসময়ই সদস্যদের শরীরিক সুস্থতার কথা মাথায় রেখে নানারকম খেলাধুলার আয়োজন করে থাকে- ব্যাডমিন্টন খেলা সেই রকমের একটা ইভেন্ট।’
খেলার উদ্বোধনী আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম-সম্পাদক আশরাফ আলী, জাতীয় প্রেসক্লাবের ক্রীড়া কমিটির আহ্বায়ক ও সদস্য শাহনাজ সিদ্দিকী সোমা, ব্যবস্থাপনা কমিটির সদস্য আইয়ুব ভূঁইয়া ও ভানুরঞ্জন চক্রবর্তীসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়: #জাতীয় প্রেসক্লাবে শুরু হয়েছে শীতকালীন ব্যাডমিন্টন খেলা