মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » দীর্ঘ ২০ বছর পর গাজীপুরে যাচ্ছেন তারেক রহমান
দীর্ঘ ২০ বছর পর গাজীপুরে যাচ্ছেন তারেক রহমান
![]()
দীর্ঘ ২০ বছর পর গাজীপুর যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলার রাজবাড়ী মাঠে মহানগর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
এদিকে, গাজীপুরের রাজবাড়ী মাঠে তারেক রহমানকে বরণের জন্য সবরকম প্রস্তুতি গ্রহণ করেছেন দলের নেতাকর্মীরা। সভামঞ্চ তৈরির পাশাপাশি জেলার বিভিন্ন পয়েন্টে তারেক রহমানকে সংবর্ধনা জানাতে নেওয়া হয়েছে প্রস্তুতি।
অন্যদিকে, বিএনপি চেয়ারম্যান ও তার সফর সঙ্গীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থেকে মঞ্চ নির্মাণ, জনসমাগম ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনাসহ সার্বিক প্রস্তুতি চালাচ্ছেন।
উল্লেখ্য, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গাজীপুরের ৫টি আসনের নির্বাচন উপলক্ষ্যে এ জনসভা। এই জনসভাকে কেন্দ্র করে জেলা ও মহানগরের সর্বত্র একটি জাগরণ সৃষ্টি হয়েছে।





নির্বাচনে অপতথ্য মোকাবিলায় ইসির তৎপরতা প্রশ্নবিদ্ধ
চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশ, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
নির্বাচনী সমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান
ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা
ভোটের মাঠে চূড়ান্ত লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী
ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করলো ৮ জন
পোস্টাল ব্যালট বিতর্ক: ইসির অবস্থান পরিবর্তন
ইসির আপিল শুনানি-নিষ্পত্তি :ভোটের মাঠে ফিরতে মরিয়া ছিলেন বাদপড়া প্রার্থীরা
রাঙ্গার বিরুদ্ধে পৌনে ২ কোটি টাকার মনোনয়ন বাণিজ্যেও অভিযোগ 
