শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২
Swadeshvumi
শনিবার ● ১০ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » প্রথম দিন ৫২ জনের আপিল মঞ্জুর
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » প্রথম দিন ৫২ জনের আপিল মঞ্জুর
৭ বার পঠিত
শনিবার ● ১০ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রথম দিন ৫২ জনের আপিল মঞ্জুর

ইসির আপিল শুনানি কার্যক্রম

---

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়া ৬৪৫টি আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। প্রথম দিনের শুনানি হওয়া ৭০টি আপিলের মধ্যে ৫২ জনের আপিল মঞ্জুর করেছে ইসির নির্বাচনি আদালতএর মধ্যে ৫১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, একজনের প্রার্থিতা বাতিলের আবেদন মঞ্জুর হয়েছে। এ ছাড়া ১৫ জনের আপিল নামঞ্জুর হয়েছে এবং তিনজনের আবেদন বিবেচনাধীন রাখা হয়েছে। আপিল শুনানির প্রথম দিনেই ভোটের মাঠে ফিরেছেন আলোচিত প্রার্থী হামিদুর রহমান আযাদ ও তাসনিম জারা। শুনানিতে অংশ নিতে গিয়ে ভোট সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধের আশংকা করেছেন রাজনৈতিক দলগুলোর নেতারা।

গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন। শুনানি শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, প্রথম দিনের শুনানিতে মঞ্জুর হওয়া ৫২টি আপিলের মধ্যে একটি ছিল কোনো প্রার্থীর মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে করা আবেদন, যা মঞ্জুর হওয়ায় একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামানের প্রার্থিতা বাতিলের আবেদন মঞ্জুর করেছে কমিশন।

ইসি জানিয়েছে, এবারের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তারা সারাদেশে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হয়। শেষ দিনেই জমা পড়ে ১৭৬টি আপিল।

 

প্রার্থিতা ফিরে পেলেন যেসব প্রার্থী

আপিল শুনানির প্রথম দিনেই প্রার্থিতা ফিরে পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ আসনের প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান আযাদ। মামলার তথ্য গোপনের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হলেও শুনানি শেষে ইসি তা বৈধ ঘোষণা করে।

এদিন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাও প্রার্থিতা ফিরে পান। তিনি জানান, ফুটবল প্রতীক নিয়ে ভোটের মাঠে নামতে চান। এর আগে এক শতাংশ ভোটারের সমর্থনসংক্রান্ত তথ্যের ঘাটতির অভিযোগে তার মনোনয়ন বাতিল হয়েছিল। এ ছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান দুটি (পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২) আসনেই প্রার্থিতা ফিরে পেয়েছেন।

 

আপিল নামঞ্জুর ও রাজনৈতিক প্রতিক্রিয়া

প্রথম দিনের শুনানিতে ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হাওলাদার ওরফে মহিউদ্দিন রনির আপিল নামঞ্জুর করেছে ইসি। এক শতাংশ ভোটারের সমর্থনসংক্রান্ত গড়মিলের অভিযোগে তার প্রার্থিতা বহাল থাকেনি।

আপিল শুনানি চলাকালে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইসির দাঁত আছে, কিন্তু মব দমনে দাঁতসহ কামড় দিতে হবে। এই নির্বাচন সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধের আশঙ্কা রয়েছে

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ইসির এই আপিল শুনানি কার্যক্রম চলবে ১৮ জানুয়ারি পর্যন্তএরপর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পরদিন ২২ জানুয়ারি শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

 

 



বিষয়: #



আর্কাইভ