শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২
Swadeshvumi
মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » ৪১ বছরের রাজনীতিতে কোনো নির্বাচনে পরাজিত হননি খালেদা জিয়া
প্রচ্ছদ » জাতীয় » ৪১ বছরের রাজনীতিতে কোনো নির্বাচনে পরাজিত হননি খালেদা জিয়া
৬ বার পঠিত
মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৪১ বছরের রাজনীতিতে কোনো নির্বাচনে পরাজিত হননি খালেদা জিয়া

---

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ছিলেন এক আপসহীন ও প্রভাবশালী নেত্রী। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনোই সরাসরি কোনো নির্বাচনে পরাজয়ের মুখ দেখেননি। প্রায় চার দশক ধরে দেশের রাজনীতিতে সক্রিয় থেকে নির্বাচনী রাজনীতিতে তিনি ছিলেন অন্যতম সফল ও জনপ্রিয় নেতা।

১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রতিবারই একাধিক আসনে প্রার্থী হন। এসব নির্বাচনে মোট পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটিতেই জয়লাভ করেন তিনি। সর্বশেষ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে নির্বাচন করে সবগুলোতেই বিজয়ী হন বিএনপি চেয়ারপার্সন।

এরপর ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে বিএনপি। পাশাপাশি দুর্নীতির মামলায় দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত হওয়ায় সুপ্রিম কোর্টের আদেশের কারণে ২০১৮ সালের নির্বাচনে অংশ নিতে পারেননি খালেদা জিয়া। সবশেষ ২০২৪ সালের নির্বাচনও বয়কট করে দলটি। ফলে ২০১৪ সালের পর থেকে কার্যত নির্বাচনের বাইরে ছিলেন তিনি। তবে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসন থেকে তার প্রার্থী হওয়ার কথা ছিল।

খালেদা জিয়া ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এর মধ্যে ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে তার দ্বিতীয় মেয়াদের সরকার ছিল মাত্র এক মাসের।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, ১৯৯১ সালের সাধারণ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে খালেদা জিয়া পঞ্চম জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বেই সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় প্রত্যাবর্তন ঘটে।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনের পর ষষ্ঠ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। পরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়নের পর অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পরাজিত হলে তিনি সংসদের প্রধান বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন।

১৯৯৯ সালে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, গোলাম আজমের নেতৃত্বাধীন জামায়াতে ইসলামী এবং শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটকে সঙ্গে নিয়ে গঠিত চারদলীয় ঐক্যজোটের ব্যানারে নির্বাচনে অংশ নেন খালেদা জিয়া। ওই জোটের বিজয়ের মধ্য দিয়ে ২০০১ সালে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি।

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর খালেদা জিয়া বিরোধী দলীয় নেতার দায়িত্ব গ্রহণ করেন।

চার দশকের বেশি সময়ের রাজনৈতিক জীবনে কোনো নির্বাচনে ব্যক্তিগত পরাজয় না দেখা খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক ব্যতিক্রমী ও আলোচিত অধ্যায় হয়ে থাকবেন।



বিষয়: #



আর্কাইভ