শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল
প্রচ্ছদ » জাতীয় » খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল
৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক

---

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সার্বিকভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি নিয়মিতভাবে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে দেওয়া এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও দোয়ায় আল্লাহর অশেষ রহমতে তিনি আবারও বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবেন। তার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে।

তিনি বলেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা পরিচালনা করছে এবং বোর্ডের নির্দেশনা অনুযায়ী তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। ডা. জাহিদ জানান, যদিও তিনি আশাবাদী যে খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হবেন, তবে তার বয়স ও দীর্ঘ সময়ের অনিয়মিত চিকিৎসার কারণে শারীরিক জটিলতা তৈরি হয়েছে। এজন্য তিনি বর্তমানে কিছুটা কঠিন সময় পার করছেন।

ডা. জাহিদ আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা নিয়মিতভাবে খালেদা জিয়ার চিকিৎসার তদারকি ও খোঁজখবর নিচ্ছেন।

উল্লেখ্য, ২৩ নভেম্বর হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শরীরে আরও কিছু জটিলতা দেখা দিয়েছে। বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতা সীমিত হয়ে গেছে। এই কারণে বিদেশে স্থানান্তর করার মতো শারীরিক স্থিতিশীলতা এখনো অর্জিত হয়নি। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিনই এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখছেন এবং চিকিৎসার তদারকিও করছেন।






আর্কাইভ