বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইসি সচিব
প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইসি সচিব
![]()
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের অস্ত্র বহন বা রাখার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তবে প্রয়োজন হলে এ বিষয়ে আচরণ বিধি সংশোধনের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।
বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা চাইলে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাবেন। পাশাপাশি যারা আগে অস্ত্র জমা দিয়েছেন, তাদের অস্ত্রও ফেরত দেওয়া হবে। এ সংক্রান্ত একটি নীতিমালাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের অনুমতি নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘তিনি (স্বরাষ্ট্র উপদেষ্টা) এ কথা বলেছেন। তবে নিরাপত্তার সব ক্ষেত্রে যে আমাদের কাছ থেকে অনুমতি নিয়েই করতে হবে—এটা খুব একটা গ্রহণযোগ্য কথা নয়। এখানে সবাই নিশ্চয়ই একমত যে নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘এই সিদ্ধান্তের সঙ্গে আচরণ বিধির আপাতত কোনো বিরোধ আমরা দেখছি না। তবে সময়ের সঙ্গে যদি মনে হয় আচরণ বিধিতে সামান্য সংশোধন, সংযোজন বা সমন্বয় প্রয়োজন, তাহলে তা করা হবে।’
ভোটের আগে বৈধ অস্ত্র জমা দেওয়ার বিধান প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘এটা সময়ের ওপর নির্ভর করে। বিষয়টি যখন প্রাসঙ্গিক হবে, তখন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, প্রার্থীদের অস্ত্র বহন ও নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও নাগরিক মহলে আলোচনা চলছে।
বিষয়: #প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের





নির্বাচন দেখতে এবার ইইউ থেকে আসছেন প্রায় ২০০ পর্যবেক্ষক
‘ডামি’ নির্বাচনের প্রার্থীদের ভোটে আসতে দেবেন না: ইসিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
গণমাধ্যমে সব প্রার্থীকে সমান সুযোগ দিতে ইসির নির্দেশ
বিজয় দিবসে সাভারের স্মৃতিসৌধে সিইসি ও কমিশনারদের শ্রদ্ধা
গণভোটের ব্যালটের ‘হ্যাঁ’/‘না’ ঘরের পাশে টিক বা ক্রস চিহ্ন দিতে হবে
স্বতন্ত্র প্রার্থীর সমর্থন তালিকা দৈবচয়ন পদ্ধতিতে যাচাই করবে ইসি
‘আইনশৃঙ্খলার অবনতি হয়নি…..হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’ - সিইসি
আইন-শৃঙ্খলা ও আচরণবিধি রক্ষা ইসির প্রধান চ্যালেঞ্জ 
