শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২
Swadeshvumi
বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » আন্তর্জাতিক » নির্বাচন দেখতে এবার ইইউ থেকে আসছেন প্রায় ২০০ পর্যবেক্ষক
প্রচ্ছদ » আন্তর্জাতিক » নির্বাচন দেখতে এবার ইইউ থেকে আসছেন প্রায় ২০০ পর্যবেক্ষক
৫ বার পঠিত
বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচন দেখতে এবার ইইউ থেকে আসছেন প্রায় ২০০ পর্যবেক্ষক

---

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে প্রায় ২০০ জনের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে আসছে। বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ইইউ ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক পাঠাবে। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাপস।

ইসি সচিব বলেন, ‘এই প্রতিনিধি দলে আর কারা থাকবেন, তাদের চূড়ান্ত সংখ্যা কত এবং পরবর্তীতে কেউ যুক্ত হবেন কি না—এসব বিষয় পরে জানানো হবে।’

তিনি আরও বলেন, ‘ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে নির্বাচন কমিশনের একটি চুক্তি হয়েছে। তাদের সবাইকে প্রটোকল কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে।’

উল্লেখ্য, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিকে আসন্ন নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

 



বিষয়: #



আর্কাইভ