মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » পুলিশের ওপর জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত নয়: নাহিদ
পুলিশের ওপর জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত নয়: নাহিদ
নিজস্ব প্রতিবেদক

পুলিশের ওপর নির্ভরশীল হয়ে জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা আমরা নিশ্চিত করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম৷ আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে এনসিপির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে তিনি এই কথা বলেন৷
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ এই জুলাই যোদ্ধা তার সহযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, এই সরকার আমাদেরকে আমাদের নিরাপত্তা দিতে পারবে না৷ নিজেদের নিরাপত্তার নিজেদেরকেই নিশ্চিত করতে হবে।
পুলিশের ওপর নির্ভরশীল হয়ে জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারবো না।
পতিত শক্তি ফ্যাসিস্ট শক্তি তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানান অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন নাহিদ৷ তিনি বলেন, তারা নির্বাচনকে বানচালের চেষ্টা চালাচ্ছে। অথচ দেশের মানুষ এখন স্থিতিশীল পরিবেশ চায়৷ তারা আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিবেশ দেখতে চায়।
আসন্ন নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে আগামী গণভোটে সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে। আমরা সেই প্রত্যাশা রাখি। এনসিপির যারা এমপি পদপ্রার্থী রয়েছেন তারা সংস্কারের পক্ষে, হ্যাঁ এর পক্ষে৷ শাপলাকলি নিয়ে জনগণের দরজায় যাবেন তারা৷ আমরা সংস্কারের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।





এখনও সংকটাপন্ন হাদির অবস্থা
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার
খালেদা জিয়া ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ: প্রধান উপদেষ্টা
কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে বিতর্কিত আলপনা
বিজয় দিবসে সাভারের স্মৃতিসৌধে সিইসি ও কমিশনারদের শ্রদ্ধা
৩৩৬ মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু 
