শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
Swadeshvumi
রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » আন্তর্জাতিক » সিডনির সমুদ্রসৈকতে হামলায় অন্তত দশজন নিহত
প্রচ্ছদ » আন্তর্জাতিক » সিডনির সমুদ্রসৈকতে হামলায় অন্তত দশজন নিহত
৫ বার পঠিত
রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিডনির সমুদ্রসৈকতে হামলায় অন্তত দশজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

---

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় আজ রোববার (১৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

এদিকে, এ ঘটনায় সিডনিজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে আছেন।

জানা গেছে, স্থানীয় সময় আজ সন্ধ্যা সাড়ে ছয়টার পর বন্ডাই সমুদ্রসৈকতে বন্দুকধারীরা হামলা চালান। এ সময় ইহুদিদের ‘হানুক্কাহ’ উৎসব উপলক্ষে সৈকতে আয়োজিত একটি অনুষ্ঠানে শত শত মানুষ উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার কিছুক্ষণ পরই দ্রুত পুলিশ উপস্থিত হয়। সৈকত থেকে শত শত মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াতে থাকেন। ৫০টির মতো গুলির শব্দ শোনা গেছে।

৩০ বছর বয়সী স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন এই বন্দুক হামলা নিজ চোখে দেখেছেন। তিনি বলেন, ‘আমি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি। চারদিকে রক্ত ছিল। ঘটনার পরপরই পুলিশ দ্রুত অভিযান শুরু করেছে।’

অন্যদিকে পুলিশের গুলিতে এক বন্দুকধারী আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ বন্ডাই সৈকত এলাকায় অভিযান চালাচ্ছে। স্থানীয় মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার এবং পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য জরুরি আহ্বান জানানো হয়েছে।






আর্কাইভ