শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ন ১৪৩২
Swadeshvumi
সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ, না করলে ইন্নালিল্লাহ: ইসি তাহমিদা
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ, না করলে ইন্নালিল্লাহ: ইসি তাহমিদা
৫ বার পঠিত
সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ, না করলে ইন্নালিল্লাহ: ইসি তাহমিদা

নিজস্ব প্রতিবেদক

---

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ বলেছেন, আপনারা সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ, না করলে ইন্না লিল্লাহ।কারণ অক্ষমতা আমাদের নয়, আপনারা অসহযোগিতা করলে সেটাই অক্ষমতা।

আজ সোমবার (১৭ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন আয়োজিত সংলাপে তিনি এমন মন্তব্য করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ সংলাপে অন্য নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা ও বিভিন্ন দলের নেতারা অংশ নেন।

নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ বলেছেন, নেপাল-শ্রীলঙ্কা-মালদ্বীপের মতো দেশ সুন্দর নির্বাচন করতে পারলে আমরা কেন পারবো না।

তাহমিদা আহমদ বলেন, নির্বাচনটা আসলে কার? নির্বাচন কি নির্বাচন কমিশনের? আমি উত্তর চাই। নির্বাচনটা কি নির্বাচন কমিশনের বিষয় নাকি, এটা জাতির বিষয়। গোটা জাতির বিষয়। কাজেই হ্যা আমরা পরিচালনা করব। তো আমরা কি শুধু একা একা করতে পারব? আপনারা (রাজনৈতিক দল) যদি সহযোগিতা না করেন, অবশ্যই আপনাদের সহযোগিতা লাগবে। আপনাদের সহযোগিতা ছাড়া হবে না।

তিনি বলেন, ৫৪ বছরের মধ্যে আমরা সবাই জানি যে আইনশৃঙ্খলার অবস্থা এত খারাপ। তাই নয় কি? খুবই খারাপ। তো এই খারাপ আইনশৃঙ্খলার মধ্যেও কিন্তু আমরা একটা ভালো পূজা অনুষ্ঠান করতে পেরেছি। পূজা নিয়ে কি কোনো প্রশ্ন উঠেছে? বা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কি কোনো প্রশ্ন উঠেছে? উঠেনি। কাজেই গোটা জাতি যে বিষয়টা চায়, সেটা হয়। তো আমাদের সঙ্গে যদি গোটা জাতি থাকে তাহলে আমরা পারবো ইনশাল্লাহ এবং আপনাদের সহযোগিতা সর্বাগ্রে লাগবেই লাগবে।

তাহমিদা আহমদ বলেন, আমরা কি ভালো নির্বাচন করিনি। আগে আমাদের তো তিনটা ভালো নির্বাচন আছে। আমরা সবকিছু খালি আমদানি কেন করব? আরো কি আমদানির মতো নির্বাচন আমদানি করব! আমরা আগে যে তিনটা ভালো নির্বাচন করেছি, আমরা সেইভাবে করতে চাই। একটা স্বাভাবিক নির্বাচন করতে চাই, যেটা নেপাল করে শ্রীলঙ্কা বড় দেশ বাদ দিলাম। বড় দেশকে আমরা উদাহরণ টানবো না। বড় দেশের বড় ব্যাপার, আমরা যারা ছোট দেশ যেমন নেপাল-শ্রীলঙ্কা–মালদ্বীপের মতো দেশ সুন্দর নির্বাচন করতে পারলে আমরা কেন পারবো না।

তিনি আরও বলেন, আমরা এত শিক্ষিত, এত সচেতন, আমরা কি ভালো নির্বাচন করতে পারবো না। আমরা যদি মনে করি যে শুধু নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেব তাহলে হবে না। আমরা সবাই মিলে কাজটা করলে আমাদের সবচেয়ে ভালো হয়। আমাদের আচরণবিধি যদি আপনারা ফলো করেন, আপনাদের অনুসারীদের সেটা ফলো করতে বলেন, তাহলেই আমাদের সহযোগিতায় এসে যাবে।






আর্কাইভ