শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ন ১৪৩২
Swadeshvumi
সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » চ্যালেঞ্জ মোকাবিলা করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুন্দর দেশ গড়তে চাই: সিইসি
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » চ্যালেঞ্জ মোকাবিলা করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুন্দর দেশ গড়তে চাই: সিইসি
৩ বার পঠিত
সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চ্যালেঞ্জ মোকাবিলা করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুন্দর দেশ গড়তে চাই: সিইসি

---

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সুন্দর দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

আজ সোমবার (১৭ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক, কমিশন তা মোকাবিলায় প্রস্তুত। রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। তবে কমিশনের নিয়ত পরিষ্কার—সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে প্রয়োজনীয় সব উদ্যোগই নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনী আচরণবিধি রয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। রাজনৈতিক দলগুলোকে ডাকার মূল কারণ হলো আচরণবিধি ঠিকভাবে প্রতিপালন নিশ্চিত করা। দলগুলো তাদের নেতাকর্মীদের এসব বিধি মেনে চলার নির্দেশ দিলে অনেক সমস্যাই সহজ হয়ে যায়। সবার মতামত নিয়েই আচরণবিধি প্রণয়ন করা হয়েছে।”

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আমাদের ছেলেমেয়েরা এই দেশেই বড় হবে। তাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে চাইলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করেই সুন্দর দেশ গড়া সম্ভব।”

সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা এবং বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।






আর্কাইভ