সোমবার ● ১০ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক
আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক
বিশেষ প্রতিনিধি
![]()
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনের লক্ষ্যে চলছে নির্বাচন কমিশনের (ইসি) সর্বাত্মক প্রস্তুতি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে একটি মাইলফলক। নির্বাচন কমিশন এই নির্বাচনে সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে বদ্ধপরিকর।’
সম্প্রতি, নির্বাচন কমিশনের (ইসি) অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। সারাবিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। আর দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটাধিকার প্রয়োগের জন্য। বিশেষ করে তরুণ সমাজ— যারা প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন— তাদের উৎসাহ আমাদের জন্য আশার বার্তা। আপনার ভোট আপনার শক্তি। নিজে ভোট দিন, অন্যকেও ভোটদানে উৎসাহিত করুন।’
সশস্ত্র বাহিনীর প্রতি কঠোর বার্তা
সিইসি নাসির উদ্দিন জানান, নির্বাচনকে কেন্দ্র করে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কাঠামোর আওতায় সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ও বিচারিক ক্ষমতা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। সিইসি বলেন, ‘আমরা চাই একটি আস্থার নির্বাচন। যেখানে প্রত্যেক নাগরিক নিরাপদে, স্বাধীনভাবে এবং গর্বের সঙ্গে তার ভোট দিতে পারেন। নিরাপদ ও নির্ভরযোগ্য নির্বাচন আয়োজনের জন্য বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।’ এদিকে সূত্র জানিয়েছে, নির্বাচনি দায়িত্ব পালনে সেনাবাহিনীর প্রয়োজন হতে পারে প্রায় ৪০০ কোটি টাকা।
এছাড়া চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবও গতকাল একই ভিডিওতে আলাদা করে জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। এবারের কমিশনের বার্তা স্পষ্ট— আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে কোন গোপন নির্দেশনা নয়, প্রকাশ্য সিদ্ধান্তেই হবে সব কার্যক্রম।
গুজব ও ভুয়া তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘নির্বাচনকালে একটি ভুল বা মিথ্যা তথ্য সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে ব্যাহত করতে পারে। আমাদের দায়িত্ব— গুজব বা অন্ধভাবে প্রচারিত কোনো খবর যেন বিশ্বাস না করি। সত্য তথ্যের জন্য সরাসরি নির্বাচন কমিশন বা উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।’
আচরণবিধি মানার কঠোর নির্দেশ
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘প্রত্যেক প্রার্থী, কর্মী ও নাগরিকের প্রতি আহ্বান—আচরণবিধি কঠোরভাবে মেনে চলুন। নির্বাচনের শৃঙ্খলা ও গ্রহণযোগ্যতা নির্ভর করে আমাদের আচরণের ওপর। নির্বাচন কমিশন সবাইকে সমান সুযোগ নিশ্চিত করবে।’
নারী ও তরুণ ভোটারদের জন্য বার্তা
নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমেদ বলেন, ‘নারী-পুরুষ এখন প্রায় সমান সংখ্যক ভোটার। তাই এবারের ভোট অবশ্যই হতে হবে জেন্ডারবান্ধব। কাউকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অধিকার কারও নেই। আমরা কাজ করছি যেন নারী ভোটাররা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন।’
বিদেশে থেকেও ভোটের সুযোগ
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে ইসি কাজ করছে। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন কমিশন এ উদ্যোগ বাস্তবায়নে একনিষ্ঠভাবে কাজ করছে। আশা করি, সবার সহযোগিতায় আমরা সফল হব।’
নির্বাচন ব্যবস্থাপনায় সমন্বয়ে সর্বাধিক গুরুত্ব
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘ভোট একটি সমন্বিত প্রক্রিয়া। এটি একা কোনো সংস্থার দায়িত্ব নয়—এখানে প্রত্যেক নাগরিকের সহযোগিতা প্রয়োজন। আমরা অঙ্গীকার করছি, জাতিকে একটি ভালো ও সুষ্ঠু নির্বাচন উপহার দেব।’
ডিসেম্বরেই তফসিল, ফেব্রুয়ারিতে ভোট
ইসি সূত্রে জানা গেছে, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ভোটকেন্দ্র, নিরাপত্তা, সরঞ্জাম এবং মানবসম্পদসহ সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।





ত্রয়োদশ সংসদ নির্বাচন: মাঠ প্রশাসনের বড় রদবদল
বিতর্কিত ৩ নির্বাচনের কারিগরদের তলব করেছে ইসি
সংসদ নির্বাচনে ভোটের মাঠে কী দেখা যাবে জাতীয় পার্টিকে!
ভোটার এলাকা পরিবর্তনের সময় ১০ নভেম্বর পর্যন্ত
আম জনতার দলের নিবন্ধনের বিষয়টি আলোচনায় তোলার আশ্বাস সিইসির
নিবন্ধন না পেয়ে আজও অনশনে আম জনতা
এনসিপিসহ ৩ দলের বিরুদ্ধে ইসির আপত্তি
জোট প্রার্থীর নিজ দলের প্রতীকে ভোট বাধ্যতামূলকসহ একগুচ্ছ সংশোধনী
নির্বাচনে সমভোট পেলে হবে পুনঃভোট 