বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
![]()
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে অটোরিকশা চালক ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন অটোরিকশা চালক মো. নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল আরোহী মো. ইয়াসিন আরাফাত (২১)।
নিহত নয়ন তালুকদার যাত্রাবাড়ী ধলপুর এলাকার রমেজ তালুকদারের সন্তান ও ইয়াসিন আরাফাতে দক্ষিণ মুগদার ১৪১ নম্বর বাশার জহিরুল ইসলামে সন্তান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি মৌচাক ফ্লাইওভারের উপরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে। আমরা বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।





আতশবাজি, উৎসব ও আয়োজনে নতুন বছরকে বরণ করছে বিশ্ব
আতশবাজির মধ্য দিয়েই নতুন বছরকে বরণ করলো রাজধানীবাসী
বছরের প্রথম দিনেই কোমলমতি শিক্ষার্থীদেও হাতে নতুন বই
স্ত্রীসহ সাবেক পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া কোনো আপস করেননি : বাবর
রাজশাহীতে ট্রাক উল্টে ৪ জন নিহত
এ শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় : তারেক রহমান
সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনের সময় ভয়াবহ বিস্ফোরণে নিহত একাধিক
স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া 
