মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » স্থগিত হওয়া জকসু নির্বাচন ৬ জানুয়ারি
স্থগিত হওয়া জকসু নির্বাচন ৬ জানুয়ারি
![]()
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও শিক্ষার্থী সংসদ নির্বাচন আগামী ৬ জানুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সিন্ডিকেটের এক সভায় সিদ্ধান্ত অনুযায়ী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন।
বিষয়টি নিশ্চিত করে উপাচার্য বলেন, আজকে অনুষ্ঠিত জকসু নির্বাচন পিছিয়ে আগামী ৬ জানুয়ারি করা হয়েছে। বিভিন্ন পরিস্থিতির কারণে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। কিছুক্ষণের মধ্যেই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।
এর আগে, সকালে নির্বাচন শুরুর আগ মুহূর্তে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পর জরুরি সিন্ডিকেট সভার আয়োজন করে নির্বাচন স্থগিত করা হয়। পরে নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু করেন।
প্রসঙ্গত, আজ ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।





বর্তমান ও অতীত সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সমীকরণ
আমিরের হয়ে ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের প্রতিনিধিদল
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ
নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই মান্নার
জাতীয় নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে বিজিবিকে প্রস্তুতির নির্দেশ
তারেক রহমান আজ ইসিতে গিয়ে ভোটার হবেন
একসঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট: প্রশাসনের কণ্ঠে বাস্তব চ্যালেঞ্জ
ভোটের মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ 
