শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » দ্রব্যমূল্যের বাজারে ফিরতে শুরু করেছে স্বস্তি
দ্রব্যমূল্যের বাজারে ফিরতে শুরু করেছে স্বস্তি
নিজস্ব প্রতিবেদক
![]()
বিগত দিনের তুলনায় চলতি সপ্তাহে দ্রব্যমূল্যের বাজাওে স্বস্তি ফিরতে শুরু করেছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) মুরগির দাম অনেকটাই কম রয়েছে। এদিকে, গরু ও খাসির মাংসের দামে না কমলেও আসেনি কোনো পরিবর্তন। এছাড়া সবজির বাজারেও স্বস্তি ফিরেছে। প্রায় প্রতিটি সবজির দামই ১০-২০ টাকা দরে কমতে দেখা গেছে। রাজধানী ঢাকার মোহাম্মদপুর টাউনহল, হাতিরপুল, কাওরানবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়; যা গত সপ্তাহে ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, যা আগের সপ্তাহে বিক্রি হয়েছে ৩১০ টাকায়। এ ছাড়া গত সপ্তাহে ৩২০ টাকায় বিক্রি হওয়া পাকিস্তানি মুরগি চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩০০ টাকায়। এছাড়া দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৬০ টাকায়, যা আগের সপ্তাহে ছিল ৬০০ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে মুরগি সরবরাহ ভালো থাকায় দাম কিছুটা কমেছে। বিক্রেতা ফরিদ বলেন, এ সপ্তাহে দাম কমেছে মুরগির, সাপ্লাই ভালো ছিল।
এদিকে মুরগির দাম কমলেও বাজারে গরু-খাসির দাম আগের মতোই রয়েছে। প্রতি কেজি গরু গত সপ্তাহের মতো ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি খাসির মাংসও বিক্রি হচ্ছে ১০০০ টাকায়।
অন্যদিকে, দুই সপ্তাহ আগের তুলনায় সবজির দাম কেজিতে ২০-৩০ টাকা পর্যন্ত কমেছে। বিশেষ করে শিম, ফুলকপি ও বাঁধাকপি দামের পতনের প্রভাব পড়েছে বরবটি, ঢেঁড়শ, পটলসহ অন্যান্য সবজিতেও।
এক মাস আগে ২০০ টাকায় বিক্রি হওয়া শিম এখন ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি ও কাঁকরোলের দাম কমে হয়েছে ৭০-৮০ টাকা, ঢেঁড়শ ও পটল ৪০-৫০ টাকায়। করল্লা, ঝিঙা, মূলা, টমেটো, শসা-সবকিছুর দামও ২০-৪০ টাকা কমেছে। চিচিঙ্গা, ধুন্দল, ঝিঙা ৬৫-৭০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ৯০ টাকা, লতি ৬৫ টাকা, করলা ৯০ টাকা, বেগুন ৬০-৮০ টাকা দরে। লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। আলু এখনও প্রতি ৬ কেজি ১০০ টাকায় পাওয়া যাচ্ছে।
এছাড়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে পেঁয়াজ ৭৫-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি মসুর ডালের দাম স্থিতিশীল থাকলেও আমদানি করা মসুর কেজিতে ৫-১০ টাকা কমে ৯৫-১০৫ টাকায় বিক্রি হচ্ছে। চিনির দাম সামান্য কমে ১০০-১০৫ টাকা।





ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
কাল থেকে যাওয়া যাবে সেন্টমার্টিন
সূচক বাড়লেও কমেছে লেনদেন
সরকারের কর্মকাণ্ডে হতাশ বিএনপি
ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ ২ নভেম্বর
জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ
নিজ দলের প্রতীকে ভোট করবে জামায়াত
সিইসির সঙ্গে চলছে জামায়াতে ইসলামীর বৈঠক
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর 