শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » পরিবেশ-প্রকৃতি » ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
ডেস্ক প্রতিবেদন
![]()
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সোয়া ৮টায় এমনটাই জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা ‘আইকিউএয়ার’।
সংস্থাটির তথ্য অনুযায়ী, এদিন ৮৭ স্কোর নিয়ে বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় ২৭তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।
এদিকে, বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।
আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ৪৬৭। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, বায়ুর মানের স্কোর ১৭৬, তৃতীয় স্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি, স্কোর ১৫৭। একইসঙ্গে ১৫২ ও ১৫১ স্কোর নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে কাতারের দোহা ও পাকিস্তানের করাচি শহর।
দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অপর শহরগুলোর বাতাসের মানের স্কোর ১৪৪ থেকে ১২২-এর মধ্যে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।





৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস
সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোন্থা’
শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া
বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়
ঢাকার বাতাসে আজ দূষণ কম
আরো দুইদিন বৃষ্টির সম্ভাবনা
বায়ুদূষণে শীর্ষে পাকিস্তানের লাহোর
রাতে উপকূল অতিক্রম করবে গভীর নিম্নচাপ 