শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » সবজির দাম কিছুটা কমলেও স্বস্তি নেই মাছ বাজারে
সবজির দাম কিছুটা কমলেও স্বস্তি নেই মাছ বাজারে
জ্যেষ্ঠ প্রতিবেদক
![]()
বিগত কয়েক মাসের তুলনায় বাজারে সবজির দাম কিছুটা কমেছে। ৮০ থেকে ১০০ টাকার মধ্যে থাকা সবজিগুলো এখন ৫০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে, এখনো স্বস্তি ফেরেনি মাছ-মাংসের বাজারে। এতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের। শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এ চিত্র দেখা গেছে।
আজকের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঝিঙে ৬০ টাকা, বেগুন (গোল) ৮০ টাকা।
এছাড়া, পটল ৬০ টাকা, শিম ১০০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা ৩০ টাকা (হালি), লাউ ৫০ টাকা (পিস), ফুলকপি (ছোট) ৫০ টাকা, বাঁধাকপি (ছোট) ৫০ টাকা, মূলা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, কচু ৫০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ১০০ টাকা এবং আলু ২০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, মাছের বাজারে চাহিদার চাপ এবং সামুদ্রিক মাছের অনুপস্থিতির কারণে দাম অপরিবর্তিত। বাজারে রুই মাছ ৩৫০-৪৫০ টাকা, কাতল ৪০০-৪৫০ টাকা, শিং ৫০০-৫৫০ টাকা, চাষের মাগুর ৫০০ টাকা, কৈ ২০০-২৫০ টাকা, পাঙাশ ১৮০-২০০ টাকা, তেলাপিয়া ১৫০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগির বাজারও চড়া অবস্থায় রয়েছে। ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৭০-১৮০ টাকা, লেয়ার মুরগি ৩১০ টাকা, সোনালি মুরগি ২৮০-৩০০ টাকা, পাকিস্তানি মুরগি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৫৫০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পাতিহাঁস ৫৫০-৬০০ টাকায় পাওয়া যাচ্ছে। বিক্রেতারা জানান, ব্রয়লার মুরগির দাম সামান্য কমলেও দেশি ও সোনালি মুরগির দাম অপরিবর্তিত।
অন্যদিকে, গরু-মহিষ-মাংসের বাজার কিছুটা স্থিতিশীল। গরুর মাংস কেজি প্রতি ৭৫০-৮০০ টাকা, খাসির মাংস ১০০০-১১০০ টাকা এবং ছাগলের মাংস ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া, পেঁয়াজের সরবরাহ ঘাটতি ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। সরবরাহ স্বাভাবিক হলে সামনের সপ্তাহে দাম কিছুটা কমতে পারে।





ইসকন নিষিদ্ধসহ ৬ দাবি ইন্তিফাদা বাংলাদেশের
সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের যমুনায় পদযাত্রা, শাহবাগে পুলিশি বাধা
প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
যমুনায় জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দল
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে নিশ্চয়তা পেলেই স্বাক্ষর করবে এনসিপি
জুলাই সনদ সারা পৃথিবীর জন্য বড় রকমের উদাহরণ হয়ে থাকবে: ড. ইউনূস
জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ
জুলাই সনদের অঙ্গীকারনামায় যা আছে
জুলাই সনদ স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা 