বুধবার ● ১ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ১৯ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ১৯ কিলোমিটার যানজট
নিজস্ব প্রতিবেদক
![]()
শারদীয় দুর্গাপূজায় টানা চার দিনের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ও আশপাশ থেকে গ্রামের পথে মানুষের ঢল নেমেছে। এতে প্রধান দুটি সড়ক ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। একই সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশেও রয়েছে গাড়ির ধীরগতি।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি জানায়, বৈরী আবহাওয়া ও ছুটির কারণে সড়কে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি গাড়ির চাপ বেড়েছে। এতে যানবাহনের গতি কমে গিয়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
যাত্রীরা জানান, পূজার ছুটি শুরু হওয়ায় সবাই গ্রামের বাড়ি যেতে রওনা হয়েছেন। সাধারণ দিনে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যেতে যেখানে আধাঘণ্টা সময় লাগে, আজ সেখানে তিন থেকে চার ঘণ্টা লেগে যাচ্ছে।
অন্যদিকে, ঢাকা-সিলেট মহাসড়কেও একই চিত্র। ভৈরব, নরসিংদী ও আড়াইহাজার অংশে যানবাহন ধীর গতিতে চলছে।
বাসযাত্রীরা বলেন, সিলেট যেতে সাধারণত ছয়-সাত ঘণ্টা লাগে। কিন্তু আজ সকাল থেকে রওনা হয়েছি, এখনো নরসিংদী পার হতে পারিনি।
পুলিশ জানায়, ছুটির চাপের পাশাপাশি বৈরী আবহাওয়া যুক্ত হওয়ায় সড়কে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।





কবি নজরুলের পাশে সমাহিত হবেন শহীদ ওসমান হাদি
রাষ্ট্রীয় শোকে পাঁচ পরীক্ষা স্থগিত
দেশে পৌঁছাল শহীদ ওসমান হাদির মরদেহ
হাদি হত্যার বিচার দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ
সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদির জানাজা
হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা
ওসমান হাদির মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক ও দুঃখ প্রকাশ
শরিফ ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক
ওসমান হাদি মারা গেছেন 
