শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২
Swadeshvumi
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » ৩৩ হাজার মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আশ্বাস
প্রচ্ছদ » জাতীয় » ৩৩ হাজার মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আশ্বাস
৭ বার পঠিত
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৩৩ হাজার মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

---

এবারের শারদীয় দুর্গোৎসবে সারা দেশে ৩৩ হাজার মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে বলে আশ^াস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গতবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হয়েছে। এবার আরও শান্তিপূর্ণভাবে উদযাপন করা হবে। এ নিয়ে পূজা আয়োজন কমিটি কোনও ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। যারা দুস্কৃতিকারী তারা সব জায়গায় সমস্যার সৃষ্টি করতে চাইবে। এমন কিছু হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

প্রতিমা বিসর্জনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিমা বিসর্জন দিতে হবে সন্ধ্যা ৭টার মধ্যে। ঢাকায় একটা লাইন করে প্রতিমা বিসর্জন দিতে হবে। কার পরে কে বিসর্জন দেবে এর ধারাবাহিকতা থাকবে। পূজা মণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা আনসার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া মণ্ডপ কমিটির সদস্যদের মধ্য থেকে দিনে তিন জন, রাতে চার জন করে পাহারায় থাকবেন।

পূজার নিরাপত্তায় বিশেষ অ্যাপসের ব্যবস্থা থাকবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই পদ্ধতিতে কোনও ঘটনা থাকলে সঙ্গে সঙ্গে জানানো যাবে।






আর্কাইভ