শিরোনাম:
ঢাকা, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১
Swadeshvumi
শুক্রবার ● ৯ আগস্ট ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » সরকার পরিচালনায় ড. ইউনূস সফল হবেন: মির্জা ফখরুল
প্রচ্ছদ » জাতীয় » সরকার পরিচালনায় ড. ইউনূস সফল হবেন: মির্জা ফখরুল
১০৭ বার পঠিত
শুক্রবার ● ৯ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকার পরিচালনায় ড. ইউনূস সফল হবেন: মির্জা ফখরুল

---


নিজস্ব প্রতিবেদক 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস ছাত্রদের-আমাদের মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে দায়িত্ব দিয়েছি। তিনি এই দায়িত্ব পালন করবেন।

 

তিনি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় সফল হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। গতকাল বৃহস্পতিবার অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঢাকায় আসার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। 

 

এর আগে মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাঁকন রাজধানীর পঙ্গু হাসপাতালে যান। সেখানে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীসহ তৎকালীন সরকারি দলের নেতাকর্মীদের হামলা-গুলিবর্ষণের ঘটনায় আহতদেরকে দেখতে যান।

 

বিএনপি মহাসচিব বলেন, সবচেয়ে বড় বিষয় শুধু কিন্তু সেটা না। এই গোটা সমস্যার মূল হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্র ফিরিয়ে আনা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ। যত দ্রুত তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করতে পারবেন।

 

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা কি জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, প্রথমটা হচ্ছে যে, আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে, সেজন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক যে সরকার আছে সেখানে প্রত্যাবর্তন করতে হবে। তৃতীয়ত, অর্থনীতি সচল রাখার জন্য সব ধরণের ব্যবস্থা নিতে হবে।

 

তিনি বলেন, ভয়াবহ যে দানবীয় সরকার, অত্যাচারী, হত্যাকারী সরকার তাদের পতন হয়েছে আমাদের ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দলসহ পেশাজীবীদের আন্দোলনের মধ্য দিয়ে। শিক্ষার্থীদের আমরা অভিবাদন জানাই। সেই সঙ্গে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আহতদের চিকিৎসার জন্য আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেছি। আমাদের ড্যাবের চিকিৎসকরা কাজ করছেন, আমাদের ছাত্ররাও কাজ করছেন।

 



বিষয়: #



আর্কাইভ