শিরোনাম:
ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২
Swadeshvumi
সোমবার ● ১৯ ডিসেম্বর ২০২২
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » এসব আসনে ভোটে অংশ নেবে জাতীয় পার্টি: জিএম কাদের
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » এসব আসনে ভোটে অংশ নেবে জাতীয় পার্টি: জিএম কাদের
৪১৭ বার পঠিত
সোমবার ● ১৯ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এসব আসনে ভোটে অংশ নেবে জাতীয় পার্টি: জিএম কাদের

 ---

বিএনপির ছেড়ে দেয়া ৬ শূন্য আসনে ভোট

# বিএনপি নেতাদের অপপ্রচার বন্ধ করার আহ্বান

বিশেষ প্রতিনিধি

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। বিগত দিনের মতো আগামীতেও বিএনপির ছেড়ে দেয়া ৬ শূন্য আসনসহ সব নির্বাচনেই অংশগ্রহণ করবে। ওই ছয় আসনের ভোটের মাধ্যমেই জয়-পরাজয় নির্ধারণ হবে, সরকারের কাছে আবদার করার প্রশ্নই উঠে না। তার দল শুধু এই ছয় আসনে ভোটের জন্য নয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তৈরি হচ্ছে। ওই ছয় আসনে নির্বাচন প্রসঙ্গে বিএনপি নেতাদের বক্তব্য অপপ্রচার ছাড়া কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার দেয়া বক্তব্য প্রসঙ্গে তিনি এসব কথা বলেছেন। রুমিন ফারহানা বলেছেন, ‘বিএনপি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার পর জাতীয় পার্টি একটি নতুন আবদার এনেছে। তা হলো বিএনপি শূন্য আসনগুলোতে প্রার্থী দেবে জাতীয় পার্টি, তাতে যেন সরকারি দল কোন ঝামেলা না করে। সংসদের বিরোধীদল জাতীয় পার্টির নেতারা ওই আসনগুলো ছাড় দেয়ার জন্য সরকারের কাছে দেন-দরবারও করছে।’

রুমিন ফারহানার ইউটিউব চ্যানেলে রঙিন ভয়েজে দেয়া এমন মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা। তার এধরনের বক্তব্যের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সংবাদ সারাবেলাকে জানালেন, জাতীয় পার্টি সরকারের কাছে এ ধরনের কোন দেনদরবারে যায়নি। বরং ওইসব নির্বাচনে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে দলটির নেতারা সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেয় বিএনপি। পরদিনই জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে বিএনপির ৭ সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দেন। তাদের মধ্যে একজন সাংসদ হারুনর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩) ই-মেইলে পদত্যাগপত্র পাঠানোয় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। এরপর ওইদিন রাতেই বাকি ছয়জনের নাম (জাহিদুর রহমান, মো. মোশারফ হোসেন, জি এম সিরাজ, মো. আমিনুল ইসলাম, আবদুস সাত্তার ভূঞা ও রুমিন ফারহানা) উল্লেখ করে আলাদা গেজেট প্রকাশ করা হয়। এরপর তাদের ছেড়ে দেয়া একাদশ সংসদের ওইসব আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক সন্ধ্যায়
শাপলা তালিকায় অন্তর্ভুক্ত করা অপ্রয়োজনীয় শাপলা তালিকায় অন্তর্ভুক্ত করা অপ্রয়োজনীয়
১০ দলের কার্যক্রম অধিতকর তদন্তের নির্দেশ ইসির ১০ দলের কার্যক্রম অধিতকর তদন্তের নির্দেশ ইসির
সিইসি’র সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি’র প্রতিনিধি দল সিইসি’র সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি’র প্রতিনিধি দল
গণভোটের দিনক্ষণ নির্ধারণে বৈঠকে ঐকমত্য কমিশন গণভোটের দিনক্ষণ নির্ধারণে বৈঠকে ঐকমত্য কমিশন
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে অধ্যাপক ইউনূস আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে অধ্যাপক ইউনূস
সরকার গঠনে সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির: জরিপ সরকার গঠনে সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির: জরিপ
জাতীয় সংসদ নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনী জাতীয় সংসদ নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনী
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
জাতীয় সংসদ নির্বাচন: ইসির সংলাপ শুরু ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচন: ইসির সংলাপ শুরু ২৮ সেপ্টেম্বর

আর্কাইভ