মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, সাড়ে ৫ ঘণ্টা বন্ধ ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুট
ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, সাড়ে ৫ ঘণ্টা বন্ধ ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুট
![]()
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে প্রায় সাড়ে ৫ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
গতকাল সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ভৈরব বাজার জংশন অতিক্রম করার প্রায় ১৫০ মিটার পর এ দুর্ঘটনা ঘটে। এর আগে ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে।
রেলওয়ে সূত্র জানায়, রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনের কেবিন স্টেশন মাস্টার ঢাকা মেইল-২ ট্রেনটিকে সামনে এগিয়ে যাওয়ার সংকেত দেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর ইঞ্জিনের পর চতুর্থ কোচের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ভৈরব বাজার জংশনের আপ ও ডাউন দুই লাইনই অচল হয়ে যায়। ফলে রাত ৩টা থেকে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ মিয়া বলেন, দুর্ঘটনার পরপরই লাইন থেকে বগি সরানোর কাজ শুরু করা সম্ভব হয়নি। পরে উদ্ধার কাজে সহায়তার জন্য আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে যত দ্রুত সম্ভব রেল চলাচল স্বাভাবিক করা হবে।





অন্তর্র্বতী সরকার প্রযুক্তি খাতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে
ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা
ঢাকার বায়ু দুর্যোগপূর্ণ
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট
এবার দেশেই সামরিক ড্রোন তৈরিতে চীনের সঙ্গে চুক্তি
জীবিত ব্যক্তিকে ‘মৃত’ দেখিয়ে বাড়িভিটা দখল করে মসজিদ নির্মাণ
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি, আকাশ আংশিক মেঘলা
ক্যারিবিয়ান-পূর্ব প্রশান্ত সাগরে মার্কিন অভিযান: ৪ মাসে নিহত ১২৬
দীর্ঘ ২০ বছর পর গাজীপুরে যাচ্ছেন তারেক রহমান 
