শিরোনাম:
ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ন ১৪৩২
Swadeshvumi
শুক্রবার ● ৫ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ফরিদপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ফরিদপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
৭ বার পঠিত
শুক্রবার ● ৫ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফরিদপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ফরিদপুর প্রতিনিধি

---

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই মহিলা ও এক পুরুষ রয়েছেন। এঘটনা আহত হয়েছেন দুই শিশুসহ আরও চারজন। তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে পুলিশ জানায়, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব শদরদী এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার ও আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।






আর্কাইভ