শিরোনাম:
ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
Swadeshvumi
শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » মঞ্চকথা » আবারও মঞ্চে ‘ইডিপাস’
প্রচ্ছদ » মঞ্চকথা » আবারও মঞ্চে ‘ইডিপাস’
৪ বার পঠিত
শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবারও মঞ্চে ‘ইডিপাস’

বিনোদন প্রতিবেদক

---

আবারও মঞ্চায়িত হলো ‘ইডিপাস’। ৬ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় প্রাচীন গ্রিক নাট্যকার সফোক্লিসের নাটক রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে মঞ্চায়ন করেছে দৃশ্যকাব্য থিয়েটার।

নাটকটির শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টায় একই স্থানে আরো দুইটি প্রদর্শনী হবে।

জানা যায়, পরবর্তী সময়ে দৃশ্যকাব্য নাটকটি দেশব্যাপী  প্রদর্শনী করার পরিকল্পনা করেছে দলটি।

এর মধ্য দিয়ে মানব নিয়তি, ভাগ্য ও আত্ম-চেতনার গভীর অনুসন্ধান নিয়ে রচিত এই শাশ্বত ট্র্যাজেডি এবার সমকালীন দর্শন থেকে নতুন ব্যাখ্যায় মঞ্চে উঠতে যাচ্ছে।

‎নাটকটির নির্দেশনায় রয়েছেন হাবিব মাসুদ। তিনি জানান, বোধকরি, সময় আমাদের চালিত করে। ইডিপাসকে মঞ্চে আনবার ক্ষেত্রেও বর্তমান সময়টি আমাকে ভাবিয়েছে। আজকের বাংলাদেশের রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপটে এক বিরাট শূন্যতা অনুভব করি। মনে হয়েছে, অনন্ত রাত্রির ঘোর অন্ধকারে আমরা নিমজ্জিত-আমাদের কি কোনো নেতৃত্ব নেই? এই নিয়তি কি অনতিক্রম্য? প্রাচীন গ্রিক নাট্যকার সফোক্লিস রচিত ইডিপাস আমার কাছে মনে হয়েছে নেতৃত্বহীনতায় নিমজ্জিত এক জনপদের গল্প। নিয়তিকে অতিক্রমের আর্তনাদ ইডিপাসকে মহান করে তোলে, কিন্তু সে নিয়তিকে জয় করতে পারে না। ক্লাসিকের শক্তি সর্বকালের-সর্বমানবের-তাই মূল পাঠে পরিবর্তন না করেও চরিত্র ও কোরাসের ব্যবহারে আমরা কিছু পরীক্ষণের প্রয়াস নিয়েছি। আশা করি, দৃশ্যকাব্য-এর এই প্রযোজনা দর্শককে প্রাচীন থিবি নগরীর রাজপ্রাসাদে কিছুক্ষণের জন্য হলেও নিয়ে যাবে।

‎নাটকটির বাংলা অনুবাদ করেছেন সৈয়দ আলী আহসান। আলোক পরিকল্পনা করেছেন অম্লান বিশ্বাস৷ মঞ্চ পরিকল্পনা ফজলে রাব্বি সুকর্ণ ও পোশাক পরিকল্পনা আইরীন পারভীন লোপা৷ রূপসজ্জা শুভাশিস দত্ত তন্ময় এবং দ্রব্যসামগ্রী নির্মাণ করেছেন শরিফুল ইসলাম মামুন ও রোকসানা আক্তার সায়মা৷

‎ইডিপাস চরিত্রে অভিনয় করছেন এইচ এম মোতালেব। তাঁর সঙ্গে মঞ্চে থাকছেন মো: রেজাউল করিম রেজা, ঝুমু মজুমদার, হীরালাল দাস, আহাদ বিন মুর্তজা, অর্ঘ্য সাহা, নাইমুল ইসলাম সিয়াম, মো. মুন্না মোল্লা, আশিকুল ইসলাম, রিমন সাহা, উৎপল চন্দ্র বর্মন, কান্তা কামরুন, ওমর ফারুক খান ফাহিম, পায়েল আহমেদ, আফরোজা বিথী, মো. রিয়াজুল করিম রিয়াজ ও রিয়া হোসেন৷  মিডিয়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন তরুণ সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন।

‎দৃশ্যকাব্য এর প্রধান সম্পাদক এইচ এম মোতালেব জানান, সংস্কৃতিহীন জাতির কোনো পরিচয় নেই। নাটক শুধু বিনোদন নয়- এটি মানুষের চেতনাকে জাগিয়ে তোলে। দৃশ্যকাব্য শুরু থেকেই পেশাদার নাট্যচর্চার পথে এগিয়ে চলেছে, যদিও পথটি সহজ নয়। আমরা বিশ্বাস করি, প্রতিশ্রুতিশীল শিল্পীদের সমন্বয়ে ও সরকারি-বেসরকারি সহযোগিতায় পেশাদার নাট্যচর্চার নতুন দিগন্ত উন্মোচিত হবে। আমাদের স্লোগান- ‘আধাঁর কাটুক দৃশ্য ও উচ্চারণে’। নাটক দীর্ঘজীবী হোক।

‎মানব মনের গভীরতম দ্বন্দ্ব, সত্য অনুসন্ধানের যন্ত্রণা ও নিয়তির অনিবার্য পরিণতি সব মিলিয়ে ‘ইডিপাস’ দর্শকদের বলবে- অপেক্ষা করো, আয়ুর সীমানা অবধী, ততক্ষণ পর্যন্ত যেন বলো না কেউ সুখী।






মঞ্চকথা এর আরও খবর

আর্কাইভ