সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » প্রাথমিকের সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল
প্রাথমিকের সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল
![]()
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সৃষ্টি করা সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৩ নভেম্বর) দুপুরে এ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়ের অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান।
জানা যায়, এ দুটি পদ বাদ দেওয়ার পাশাপাশি ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫ ’-এ কিছু ‘শব্দগত পরিবর্তন’ আনা হয়েছে।
এ বিষয়ে মাসুদ আকতার খান বলেন, ‘রোববার (২ নভেম্বর) বিধিমালাটি সংশোধনের গেজেট জারি হয়েছে। গত আগস্টে জারি করা বিধিমালায় ৪ ক্যাটাগরির পদ থাকলেও সংশোধনে দুটি ক্যাটাগরি রাখা হয়েছে। সংগীত ও শরীর চর্চা বিষয়ের সহকারী শিক্ষকের পদটি নতুন বিধিমালায় নেই।’
সমালোচনার মুখে পদগুলো বাতিল করা হয়েছে কি না, এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এ কর্মকর্তা। তিনি বলেন, ‘আপনারা এটি খতিয়ে দেখতে পারেন।’
বিধিমালায় একটি ‘শব্দগত পরিবর্তন’ আনা হয়েছে জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, ‘আগের বিধিমালায় মেধার ভিত্তিতে নিয়োগ পাওয়া পদগুলোর মধ্যে ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ের স্নাতক ডিগ্রিধারীরা ও বাকি ৮০ শতাংশ পদ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা নিয়োগ পাবেন বলে উল্লেখ ছিল। এখানে একটি শব্দগত ভুল হয়েছিল আমাদের, মনে হচ্ছিল ৮০ শতাংশ পদে বিজ্ঞান ছাড়া অন্যান্য বিষয়ের স্নাতক ডিগ্রিধারীরা নিয়োগ পাবেন। কিন্তু আসলে কোটা ছাড়া পদের ওই ৮০ শতাংশ ছিল কমন। অর্থাৎ বিজ্ঞান বা অন্যান্য বিষয়ের ডিগ্রিধারীরা নিয়োগ পাবেন।’
তিনি বলেন, ‘তাই বিধিমালার কোটার বাইরের ৮০ শতাংশ পদের ক্ষেত্রে অন্যান্য বিষয়ে শব্দবন্ধকে বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন শব্দ বন্ধ দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।’
এর আগে গত ২৮ আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নিয়োগ বিধিমালার প্রজ্ঞাপন জারি হয়। নতুন বিধিমালায় সংগীত ও শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষকের দুটি পদ নতুন করে সৃষ্টি করা হয়েছিল। কিন্তু এরপর থেকে ধর্মভিত্তিক সংগঠনগুলো সংগীত বিষয়ের সহকারী শিক্ষক পদটি সৃষ্টি নিয়ে সমালোচনা শুরু করে।





শেষ হলো আর্কা ফ্যাশন উইক ২০২৫
অবরোধের পাঁচ ঘণ্টা পর আলোচনার পরামর্শ পুলিশের, রাজি নয় শিক্ষার্থীরা
রমনা থানার মামলায় সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার
বাড়তি মূল্যস্ফীতি, খাদ্যপণ্যের দামেও উর্ধ্বগতি: বিবিএস
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে পুত্রবধূ জুবাইদা রহমান
তফসিলের খসড়া মিয়ে প্রধান উপদেষ্টার কাছে ইসির কমিশন
চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা
ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
ফরিদপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান 
