শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
Swadeshvumi
বৃহস্পতিবার ● ২ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » পরিবেশ-প্রকৃতি » বায়ুদূষণে শীর্ষে পাকিস্তানের লাহোর
প্রচ্ছদ » পরিবেশ-প্রকৃতি » বায়ুদূষণে শীর্ষে পাকিস্তানের লাহোর
২৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ২ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বায়ুদূষণে শীর্ষে পাকিস্তানের লাহোর

ডেস্ক প্রতিবেদন

---

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে ঢাকার আকাশ ছিল কালো মেঘে ঢাকা। রাজধানীর বেশ কয়েকটি এলাকায় হয়েছে বৃষ্টি। যার ফলে ঢাকার বায়ু ছিল অনেকটাই ধুলাবালিমুক্ত। এদিকে, আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এমনটাই জানিয়েছে বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ার।

প্রতিষ্ঠানটি জানায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার আপডেটে ঢাকার বাতাসের মান ছিল ৮৭, যা ‘সহনীয়’ বলে নির্দেশ করে।

এদিকে, বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোরের বায়ুমান আজ ১৬৮। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো— আফগানিস্তানের কাবুল, ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর কিনশাসা, ইন্দোনেশিয়ার বাটাম ও কেনিয়ার নাইরোবি। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৪৫, ১৪৪, ১৪২ ও ১৩৭।

সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।






আর্কাইভ