শিরোনাম:
ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
Swadeshvumi
সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » আইন-আদালত » আর বাধা নেই ডাকসু নির্বাচনে
প্রচ্ছদ » আইন-আদালত » আর বাধা নেই ডাকসু নির্বাচনে
০ বার পঠিত
সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আর বাধা নেই ডাকসু নির্বাচনে

বিবিসি বাংলা

---

ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে দিয়েছে চেম্বার জজ আদালত। এর ফলে নির্বাচন হতে বাধা নেই। একইসাথে নির্বাচনের প্রস্তুতি, প্রচারণা ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনে বাধা নেই।

সোমবার দুপুর সাড়ে তিনটায় হাইকোর্ট এক রিটের শুনানি নিয়ে নির্বাচন স্থগিত করেছিল। ওই আদেশের আধা ঘণ্টার মধ্যেই আপিল বিভাগের চেম্বার জজ আদালত তা স্থগিত করে দিলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই„নজীবী শিশির মনির তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে বলেছেন, “আমরা আগামীকাল (মঙ্গলবার) যত দ্রুত সম্ভব সিএমপি পিটিশন ফাইল করবো। গুরুত্ব বিবেচনায় আগামীকালই এই আবেদনের শুনানি হবে ও তা নিষ্পত্তি হবে বলে আশা করছি।”

ডাকসু তফসিল অনুযায়ী, নয়ই সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল।

নির্বাচনে ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে নারী প্রার্থী ৬২জন।

এছাড়া ১৮টি হলের ১৩টি পদে মোট এক হাজার ৩৫জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।






আর্কাইভ