রবিবার ● ৩১ মার্চ ২০২৪
প্রচ্ছদ » গণমাধ্যম » টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল
টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল
![]()
নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত টাঙ্গাইলের সাংবাদিকদের সংগঠন টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার আছাব মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি সাবেক সচিব মো. ইব্রাহীম হোসেন খান, বিএফইউজের সাবেক সভাপতি ও বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মোল্লা জালাল, সাধারণ সম্পদক উদয় হাকিম, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী ও আইয়ুব ভুইয়া।
![]()
এছাড়া ইফতার অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহের জেলা- ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর, নেত্রকোণা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ, টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, ফোরামের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
টিজেএফডি’র ইফতার
বিষয়: #টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল





সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন
ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু, সম্পাদক হেলাল
রমনা থানার মামলায় সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার
ডিআরইউ’র নেতৃত্বে আবারও আবু সালেহ আকন ও মাইনুল হাসান সোহেল
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ১৭ দিনে চার্জশিট
সহিংসতার সাংবাদিক হত্যা-নির্যাতনের ঘটনায় বিএফইউজের তদন্ত কমিটি
মুক্ত সাংবাদিকতার চর্চা পরিবেশগত সঙ্কট মোকাবেলায় ভূমিকা রাখবে
নারীদের সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিতে বিনিয়োগ প্রয়োজন: স্পিকার
নারী উন্নয়ন খাতে বাজেটে বরাদ্দ আরো বাড়ানোর দাবি 
