বৃহস্পতিবার ● ২২ জুন ২০২৩
প্রচ্ছদ » সাহিত্য-সংস্কৃতি » জুনে আসছে গল্পগ্রন্থ ‘সান্ধ্য মাংসের দোকান’
জুনে আসছে গল্পগ্রন্থ ‘সান্ধ্য মাংসের দোকান’
![]()
সাহিত্য-সংস্কৃতি ডেস্ক
আসছে জুনে বাজারে আসছে শামীম হোসেনের গল্পগ্রন্থ ‘সান্ধ্য মাংসের দোকান’। প্রকাশ করছে প্রকাশনা সংস্থা জলধি। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। ৮০ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা।
গ্রন্থটির ব্যাপারে জানতে চাইলে শামীম হোসেন বলেন, গত চার বছর ধরে পাণ্ডুলিপি নিয়ে কাজ করছি। এক ভিন্ন বয়ান ও ভাষাদৃশ্যের কাজ করতে চেয়েছি গল্পগুলোর মধ্যে। আশা করি পাঠকের ভালো লাগবে।
প্রকাশক নাহিদা আশরাফী বলেন, এ বইয়ের গল্পগুলো পাঠকের সঙ্গে সহজেই যোগাযোগ তৈরি করবে। তিনি আরও জানান, ঢাকার কবিতাক্যাফে, বাতিঘর, প্রথমা, কলকাতার ধ্যানবিন্দু, অনুষা এবং রকমারি ও প্রথমা ডট কমে বইটি পাওয়া যাবে।
কবি ও গল্পকার শামীম হোসেনের জন্ম রাজশাহীতে। প্রকাশিত কবিতাগ্রন্থের সংখ্যা ৭টি। ২০১৫ সালে ‘ধানের ধাত্রী’ গ্রন্থের জন্য কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ও ২০১৭ সালে ‘ডুমুরের আয়ু’ গ্রন্থের জন্য বিশাল বাংলা সাহিত্য পুরস্কার অর্জন করেন।
বিষয়: #জুনে আসছে গল্পগ্রন্থ ‘সান্ধ্য মাংসের দোকান’





আবারও মঞ্চে ‘ইডিপাস’
বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা কেন্দ্র ‘রক্তকরবী’র আত্মপ্রকাশ
তিন গোয়েন্দার লেখক রকিব হাসান মারা গেছেন
অনুষ্ঠিত হয়ে গেলো ডয়েন্স অব পিস ভিডিও প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী
সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই
জাতীয় পর্যায়ে পালন হবে লালন সাঁইয়ের তিরোধান দিবস
ঢাবিতে ‘কোর্স ফি মুক্ত’ নাট্য কর্মশালা শুরু
তরুণ চিত্রকর সাদী’র একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন আজ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী আজ
বইমেলায় আসছে সিইসি কাজী হাবিবুল আউয়ালের বই ‘বিচার ও প্রশাসন’ 
