শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২
Swadeshvumi
বৃহস্পতিবার ● ২৭ অক্টোবর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » নির্বাচন কমিশনের নতুন সচিব জাহাঙ্গীর আলম
প্রচ্ছদ » জাতীয় » নির্বাচন কমিশনের নতুন সচিব জাহাঙ্গীর আলম
৪৭৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৭ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচন কমিশনের নতুন সচিব জাহাঙ্গীর আলম

ইসি’র নতুন সচিব জাহাঙ্গীর আলম

বিশেষ প্রতিনিধি

নির্বাচন কমিশন সচিবালয়ের নতুন সচিবের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত ছিলেন। অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে ইসি সচিবালয়ের সচিব করা হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনের বর্তমান দায়িত্বে থাকা সচিব মো. হুমায়ুন কবীর খোন্দরকারকে শিল্প মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তিনি বিসিএস ১০ ব্যাচের কর্মকর্তা।

গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে নির্বাচন কমিশন সচিবালয়সহ জনপ্রশাসনের পাঁচ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় নতুন সচিবসহ বেশকিছু পদে রদবদল করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়াসহ প্রশাসনের বেশ কয়েকটি বিভাগেও রদবদল করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব করা হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে এই কর্মকর্তা চাকরি জীবন শুরু করেন ১৯৮৯ সালে। জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন ৩০ অক্টোবর অবসরে যাচ্ছে। ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি প্রশাসন ক্যাডারে যোগ দেন এ কর্মকর্তা।

বিসিএস ১০ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গত ১৬ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে জনস্বার্থে অবসরে পাঠিয়েছিল সরকার। প্রায় এক বছর চাকরির বয়স থাকলেও তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সেই প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি হতে অবসর দেওয়া হলো। এরপর থেকে তার ওই পদ শূন্য ছিলো।

এদিকে তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফরিদ আহাম্মদ পদোন্নতি পেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হয়েছেন।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান মো. আনিছুর রহমানকে অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে এই পদে সচিব করা হয়েছে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা।

অপর আদেশে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে সিনিয়র সচিব করে একই বিভাগে পদায়ন করা হয়েছে; যা ৩০ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। নবম ব্যাচের কর্মকর্তা মেজবাহ উদ্দিন ১৯৯১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা ওইসব প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব নিয়োগ ও বদলি অবিলম্বে কার্যকর করা হবে।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

কমেছে ডিমের দাম, মাছ-মুরগির বাজার স্থিতিশীল কমেছে ডিমের দাম, মাছ-মুরগির বাজার স্থিতিশীল
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান
‘গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ’ অনুমোদন করেছে সরকার ‘গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ’ অনুমোদন করেছে সরকার
নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
ফার্মগেট ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অবরোধ, স্থবির যান চলাচল ফার্মগেট ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অবরোধ, স্থবির যান চলাচল
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ
জাতীয় পার্টিসহ ১৪ দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন: জুলাই ঐক্য জাতীয় পার্টিসহ ১৪ দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন: জুলাই ঐক্য
দেশের সংকট উত্তরণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই: ড. দেবপ্রিয় ভট্টাচার্য দেশের সংকট উত্তরণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই: ড. দেবপ্রিয় ভট্টাচার্য
প্লট দুর্নীতি মামলায় হাসিনা-টিউলিপ-আজমিনার রায় ২ ফেব্রুয়ারি প্লট দুর্নীতি মামলায় হাসিনা-টিউলিপ-আজমিনার রায় ২ ফেব্রুয়ারি
গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আর্কাইভ