শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২
Swadeshvumi
শনিবার ● ১৭ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
প্রচ্ছদ » প্রধান সংবাদ » তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
৩৫ বার পঠিত
শনিবার ● ১৭ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

---

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে নির্বাচন এবং আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আজ শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিএনপির যুগ্ম মহাসচিব এবং দলের চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির।

তিনি জানান, বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার বলেছেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে যুক্তরাজ্য দুই দেশের উন্নয়ন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে কাজ করতে আগ্রহী।

হুমায়ুন কবির আরও বলেন, বৈঠকে নির্বাচন প্রসঙ্গেও আলোচনা হয়েছে এবং বাংলাদেশের নির্বাচনি পরিবেশ নিয়ে ব্রিটিশ হাইকমিশনার ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নেপাল ও ভুটানের রাষ্ট্রদূত।






আর্কাইভ