বুধবার ● ১৪ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » আসন সমঝোতার সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন!
আসন সমঝোতার সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন!
![]()
জ্যেষ্ঠ প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে আজ। তবে সেই আসন সমঝোতার সংবাদ সম্মেলনে থাকতে আমন্ত্রণ পায়নি ইসলামী আন্দোলন। সংগত কারণে দলীয় ‘আপাতত সিদ্ধান্ত’ সেই সংবাদ সম্মেলনে থাকছেন না তারা।
এদিকে, ১১ দলীয় জোট থেকে আসন সমঝোতা করবে কি না সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই চূড়ান্ত হবে সিদ্ধান্ত।
বৈঠকে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত একটি মিডিয়া ইনভাইটেশন পাঠানো হয়েছে গণমাধ্যমে।
তাতে বলা হয়েছে, বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।





বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে
নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
আপিলের পঞ্চমদিন: প্রথম ঘণ্টায় ৩৬ আপিল শুনানি, ৫ মনোনয়নপত্র বাতিল
থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে কমপক্ষে ২২ জন নিহত
ফার্মগেট ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অবরোধ, স্থবির যান চলাচল
শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিচার শুরু
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ
জাতীয় পার্টিসহ ১৪ দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন: জুলাই ঐক্য
দেশের সংকট উত্তরণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই: ড. দেবপ্রিয় ভট্টাচার্য 
